Be a Trainer! Share your knowledge.
Home » Tricks » Telegram এর ভিডিও file ডাউনলোড না করেই প্লে করুন

Telegram এর ভিডিও file ডাউনলোড না করেই প্লে করুন

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম এর কথা বিবেচনা করলে সবার প্রথম দিকেই চিন্তা আসে whatsapp, Telegram এর। বর্তমানে telegram এর ইউজার ব্যাপক পরিমানে বৃদ্ধি পেয়েছে। টেলিগ্রামের বিভিন্ন ফিচার,টেলিগ্রাম বট,end to end encryption এর জন্য ব্যবহারকারীদের পছন্দের তালিকায় টেলিগ্রাম শীর্ষে আছে।

টেলিগ্রামের সবচেয়ে বড় যে সুবিধা পাওয়া যায় সেটি হচ্ছে এটির private সুবিধা আর anonymous এর সুবিধা। এখানে যেমন টেলিগ্রাম চ্যানেল প্রাইভেট রাখা যায় তেমনি নিজের identity ও লুকিয়ে রাখা যায়।তাছাড়া টেলিগ্রামের সিক্যুরিটি ফিচার ও বেশ স্ট্রং হয়ে থাকে।

এ কারনে টেলিগ্রামকে বলা যায় একটি মাল্টিপারপোস টুলস বা প্ল্যাটফর্ম। এখানে ম্যাসেজের পাশাপাশি ফাইল‌ও শেয়ার করা যায়। সেগুলো আবার বেশ দীর্ঘ একটা সময় জমাও হয়ে থাকে। বড় বড় video ও এখানে অনায়াসেই শেয়ার করা যায়।

আপনারা একটা বিষয় হয়তো খেয়াল করেছেন বড় বড় যেসব ভিডিও আছে সেগুলো ডাউনলোড না করা অব্দি play করা যায় না। ডাউনলোড করা একটি দীর্ঘ প্রসেস হতে পারে। তাছাড় যারা Quick view পেতে চান তাদের জন্য‌ও বিষয়টি কষ্টকর হতে পারে।

এ বিষয়টির সমাধান নিয়েই আজকের পোস্ট।আজকে আমি দেখাবো কিভাবে আপনারা Telegram এর ভিডিও ডাউনলোড না করেই play করবেন। তাও একদম মোবাইলের video player এ।

এটির জন্য দরকার একটি Bot যেটির নাম link Wiz Bot

এটির লিংক এই খানে ক্লিক করুন

এই টেলিগ্রাম বটটি বেশ পাওয়ারফুল আর কার্যকরী একটি bot. এই বটের কাজ কি?

এটির কাজ হচ্ছে link generate করা। আপনারা যদি এখানে কোন ফাইল ফর‌ওয়ার্ড করেন তাহলে সেটির streaming Link জেনারেট করাই মূলত এটির কাজ। এই স্ট্রিমিং লিংক এ ক্লিক করে আপনারা telegram এর video ডাউনলোড না করেই play করতে পারবেন। তো চলুন এটির স্টেপগুলো দেখা যাক।

প্রথমে link এ ক্লিক করে বটটি স্টার্ট করে দিবেন।এরপর আপনার যে চ্যানেলে বা পারসনের কাছে video টি আছে সেটি forward অপশনে গিয়ে এই bot এ ফর‌ওয়ার্ড করুন।

দেখুন আমি একটি মুভি ফাইল এই bot এ ফর‌ওয়ার্ড করলাম। যারা টেলিগ্রামে কিভাবে মুভি খুঁজে বের করতে হয় জানেন না তারা নিচের ব্লগটি পড়তে পারেন।
Mlwbd এর বদলে Telegram দিয়েই এক ক্লিকে বের করে নিন বিভিন্ন হলিউড, বলিউড মুভি

এরপর ফিরতি রিপ্লাই এ দেখুন telegram bot টি আমাকে একটি streaming link দিয়েছে।এখন সেখানে watch online এ ক্লিক করুন।
এরপর আপনার লিংকটি একটি ব্রাউজার দিয়ে ওপেন হবে।আমি সাজেস্ট করবো chrome ব্যবহার করতে।

দেখুন উপরে আমার ভিডিও প্লে হচ্ছে।তাছাড়া দেখুন এখানে বেশ কয়েকটি ভিডিও প্লেয়ার রয়েছে। সেখানে ক্লিক করে আপনারা externally আপনার মোবাইলের video player দিয়েই streaming করতে পারবেন।

আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে আসবে।যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ট্রিকবিডিতে সাথেই থাকুন।

3 weeks ago (Jun 01, 2024)

About Author (103)

Cyber Grindelwald
author

Blogger || Content Creator || Creating content since 2018

Trickbd Official Telegram

10 responses to “Telegram এর ভিডিও file ডাউনলোড না করেই প্লে করুন”

  1. Rejuan Hosain Contributor says:

    Forwarded from ipapkornbot: 🤣
    @iPapkornCbot

  2. the_sayem Contributor says:

    Good post

  3. Zakirul Contributor says:

    MX player এ তো নেটওয়ার্ক স্ট্রিমিং করা যায় না। সমাধান কি ?

  4. tanver583 Contributor says:

    স্ট্রিমিং লিংক টা আজীবনের জন্য কাজ করবে । মানে একবার ক্রিয়েট করলে আর করতে হবে না ।এমন হলে আমার অনেক উপকার হতো। কিছু কিছু বোট এ 24 ঘণ্টা পর আর কাজ করে না।

  5. Russell Contributor says:

    Thanks a bunch

  6. mahammud Contributor says:

    কয়েকটা চলে এর পর আর এই বট কাজ করে না

Leave a Reply

Switch To Desktop Version