আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার।

আশা করি আপনারা সবাই ভাল আছেন।

আজকের পোস্টটিতে আমি Scribd এর ফাইল Download ফ্রি টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি।

এর জন্য আপনাকে কোন রকমের সাইন আপ করতে হবে না।

কোন রকমের ডকুমেন্ট আপলোড করতে হবে না।

একদম ফ্রিতে আপনি সবকিছু নিতে পারবেন ডাউনলোড করে।

Scribd নিয়ে এর আগেও অনেকগুলো পোস্ট করা হয়েছে ট্রিকবিডিতে । তবে আজকের পোস্ট একটু ব্যতিক্রম হতে যাচ্ছে।

চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

তারপরে যারা Scribd কি জানেন না তাদের জন্য বলতে চাইঃ এটা এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই পিডিএফ ফাইল শেয়ার করে থাকে বিভিন্ন ইম্পরট্যান্ট আর কি। আবার অনেকে বইও শেয়ার করে থাকে।

তো আমাদের অনেক কাজে জিনিস এই আমরা এখান থেকে পেয়ে যেতে পারি।

ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট প্রয়োজন থাকতে পারে, সো নিজেদের প্রয়োজন মত আমরা জিনিস খুঁজে নিতে পারি এখান থেকে।

 

কিন্তু আপনি যদি Scribd এর ফাইল Download করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম কিনতে হয় না হলে আপনাকে পাঁচটা ফাইল আপলোড করতে হয় একটা ফাইল ডাউনলোডের জন্য।

কিন্তু আজকের টিউটোরিয়ালে এ আমরা একদম ফ্রিতে ডাউনলোড করার ট্রিক দেখিয়ে দিব।

তো সবার প্রথমে www.scribd.com       এ চলে আসুন।

এবার আপনার ডকুমেন্টটি সার্চ করে নিতে পারেন চাইলেই।

যেটা আপনি ডাউনলোড করতে চান সেটার মধ্যে ক্লিক করুন।

ধরে নিলাম আমি এই বইটি ডাউনলোড করব।

তো এই বইয়ের  মধ্যে ক্লিক করব। নিচের মতো পেজ ওপেন হবে। এবারে সেই পেজের লিংকটি কপি করে নিব।

এরপরে আমরা https://scribd.downloader.tips/ এই সাইটটি ওপেন করে নেব। ওপেন করে আমাদের কপি করা লিংকটি বক্সের মধ্যে দিয়ে দিব এবং ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক করব।

এবার আবারো ডাউনলোড বাটান এর মধ্যে ক্লিক করব।

এবারে আমরা কিছু সময় ওয়েট করে নিব।

তারপর আবারো ডাউনলোড বাটনে ক্লিক করব। এবার আমাদের নিচের মত পেজে নিয়ে আসবে।

এখানে কিছুক্ষণ ওয়েটও করতে পারি চাইলে অথবা স্টার্ট ওভারে ক্লিক করে ডাইরেক ডাউনলোড করতে পারি।

এবারে দেখুন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে।

জানিনা লিংকগুলোর ডাউনলোডিং স্পিড এত স্লো কেন।

তবে আশা করি আপনাদের অনেক কাজে দেবে।

আজকের পোস্ট এতটুকুই ছিল,

দেখা হচ্ছে অন্য কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই নিচ থেকে করে নিন।

আমার টেলিগ্রাম

One thought on "আসুন দেখে নেই কিভাবে ফ্রিতে Scribd এর ফাইল Download করতে হয় !"

  1. Bita Paradox Contributor says:
    ট্রিকস টা আগে জানলে গুরুত্বপূর্ণ অনেক ফাইল ডাউনলোড করতে পারতাম, খুবই কাজের ওয়েবসাইট।

    আমি IDM ব্যবহার করে বেশ ভালো স্পিড পেয়েছি, 1Mbps এর মত স্পিড।

    তবে সাইট টা কতদিন থাকে এটাই চিন্তার বিষয়।

Leave a Reply