আসসালামু আলাইকুম, ট্রিক বিডিতে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেননা আপনাদের জন্যই Trickbd এখন পর্যন্ত এত জনপ্রিয়।
আমার এই পোস্টে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই এটি আমার Digifinex নিয়ে দ্বিতীয় পোস্ট। যেখানে আমি দেখাবো কিভাবে আপনি Digifinex এ ডলার লোড করবেন।
আর যারা জানেন না Digifinex Card কি ? তারা আগের পোস্টটি পড়তে পারেন এবং সেখান থেকে একাউন্ট এবং কার্ড নিতে পারেন।
তো চলুন শুরু করা যাক আমি গত পোষ্টের মত এই পোস্টেও ভাগ করে নেব কয়েকটি ধাপে। সেগুলো হলো:
১. প্রথমে আপনি Digifinex অ্যাপে যাবেন তারপরে আপনি ডিপোজিট অপশনে ক্লিক করবেন।
২. এখানে দুই ধরনের অপশন পাবেন একটি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এবং অন্যটি হচ্ছে কার্ডের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। যেহেতু আমরা সবকিছুই ফ্রিতেই করছি সে ক্ষেত্রে আমরা ক্রিপ্টোকারেন্সি দিয়েই করব।
৩. তারপর এখান থেকে USDT সিলেক্ট করুন। অন্যান্য কারেন্সি দেওয়া সম্ভব কিন্তু USDT আমার মনে হয় বেশি ভালো হবে।
৪. USDT দিয়ে সিলেক্ট করার পরবর্তীতে দেখতে পারবেন কোন নেটওয়ার্কে আপনি এই একাউন্টে ডলার নিয়ে আসবেন। সেখানে থেকে আপনি TON সিলেক্ট করবেন। তোর নেটওয়ার্ক সিলেক্ট করার কারণ হচ্ছে, এই নেটওয়ার্ক আপনার কোন ফ্রি দিতে হবে না এবং সর্বনিম্ন মাত্র দুই ডলার আপনি ট্রানজাকশন করতে পারবেন।
৫. তারপর এখানে Get Address এ ক্লিক করুন।
৬. এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে আপনাকে বলছে যে, অবশ্যই আপনি এড্রেসের পাশাপাশি ট্যাগ অর্থাৎ মেমো এই নাম্বারটাও অবশ্যই সেখানে দিবেন যেখান থেকে আপনি ডলার এই একাউন্টে ট্রান্সফার করবেন। যদি আপনি ট্যাগ বা মেমো এখানে উল্লেখ না করেন তাহলে কিন্তু আপনার ট্রানজাকশন সফল হবে না। অর্থাৎ আপনার একাউন্টে ডলার আসবে না।
৭. স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওইখানে থেকে আপনি এড্রেস এবং ট্যাগ বা মেমো কপি করে নিন।
৮. তারপর আমি চলে যাব Bybit অ্যাপ এ , আপনি চাইলে Binance বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে ট্রান্সফার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার 4.50 ডলার রয়েছে। এবং আপনি যে অ্যাকাউন্ট থেকে ডলার ট্রান্সফার করেন না কেন সেখানে কিন্তু আপনার ফান্ডিং একাউন্টে থাকতে হবে অর্থাৎ যে একাউন্ট থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন। সেখানে যাওয়ার পরে আপনি Withdraw তে ক্লিক করবেন।
৯. আমি আগেই সিলেক্ট করেছি USDT, এখানেও USDT সিলেক্ট করে দিব।
১০. আপনারা দেখতে পাচ্ছেনঃ
হলুদ মার্কেঃ অ্যাড্রেস কপি করেছেন সেটি দিয়ে দিন।
সবুজ মার্কেঃ নেটওয়ার্ক অবশ্যই TON সিলেক্ট করবেন।
নীল মার্কেঃ ট্যাগ বা ম্যাম এর ওইখানে যেটি কপি করেছিলেন সেটি পেস্ট করে দিন।
১০. কত ডলার পাঠাবেন সেটি দিয়ে দিন।
১২. তারপর আপনার একাউন্টের সিকিউরিটি অনুযায়ী ভেরিফিকেশন কোড চাইবে সেটি দিয়ে দিবেন।
১৩. তারপর উইথড্র সফল হলে, আপনি 10-15 মিনিট অপেক্ষা করবেন আশা করি অতি দ্রুত চলে আসবে। আমার দশ-পনেরো মিনিট লেগেছে। তারপর এখানে আমার ডলার অ্যাড হয়ে গেছে।
১৪. এতক্ষণ আপনি Digifinex একাউন্টে ডলার লোড করেছেন। এখন আপনি কার্ডে ডলার করবেন। এইটা অত কঠিন কোন ব্যাপার না। শুধুমাত্র কার্ডের অপশনে ক্লিক করে পরবর্তীতে নিজের টপ আপ অপশন ক্লিক করবেন।
১৫. তারপর আপনার উপরে USDT থাকবে, নিচে EURO তে থাকবে, এটি পরিবর্তন করতে পারবেন না। ওইটা ব্যাপার না আপনি যে কোন জায়গা পেমেন্ট করতে পারবেন সে ক্ষেত্রে EURO হিসেবে কেটে যাবে। তারপর আপনি কত ডলার লোড করতে চান সেটি দিয়ে দিবেন। আর হ্যা এইখানের নেটওয়ার্ক কিন্তু সবসময় TRC20 থাকবে এইখানে কোনো পরিবর্তন করবেন না।
দেখুন আপনার কার্ডের ডলার লোড হয়ে গেছে! EURO হিসেবে দেখাচ্ছে। তারপর আমি মার্ক করে দিয়েছি 3DS ভেরিফাই। এইটার কাজ হলো যখনই আপনি এই কার্ড দিয়ে কোথাও পেমেন্ট করতে যাবেন আর অথবা কোথাও এড করতে যাবেন তখন আপনার এই অ্যাপের এই থ্রিডিএস ভেরিফাই অপশনে একটি কনফারমেশন চাইবে। অর্থাৎ আপনি যদি এখান থেকে ওকে করে দেন, তবেই ওইখানে পেমেন্ট হবে।
এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা BYBIT বা Binance এ কিভাবে ডলার পাবো?
সেক্ষেত্রে আপনি বাইরে আপনি বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে কিনতে পারেন অথবা আপনার বন্ধু-বান্ধব বা কোন বিশ্বস্ত সে্লার এর কাছ থেকে নিতে পারেন। P2P কেনাবেচার মাধ্যমে BYBIT অথবা Binance থেকে ডলার কিনতে পারেন। আর Bybit বা Binance এ আপনি বিকাশ,নগদ,রকেট বা উপায়ের মাধ্যমেও ডলার কিনতে পারবেন।
আজকের মত এ পর্যন্তই এছাড়াও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন অথবা আমার নিচের লিংক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সেখানে আপনার প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
এত সময় মনোযোগ দিয়ে আমার এই পোস্ট পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এত সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য।😊
আপনার দিনটি ভালো কাটুক, আপনার পরিবারের প্রতি যত্নশীল হোন এবং ভালো কাজে সাহায্য করুন।
You must be logged in to post a comment.
অসাধারণ। অনেক গুরুত্বপূর্ণ পোস্ট। সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার থেকে এরকম আরো সুন্দর সুন্দর পোস্ট আশা করি।
onek thanks.. In Sha Allah..Cesta korbo.
4.50 USDT == 1.78 EUR?
ami just 2 Doller load korechilam..ja ..1.78 Euro
Min 10 USDT Now
hmm. hmm.policy changed