অনেকসময়েই আমাদের প্রয়োজন পড়ে কোনো নির্দিষ্ট সময়ের ইমেইল খুঁজতে।কিন্তু Inbox এ অনেক মেইল আসার কারণে আমরা সেগুলো খুঁজে পাই না।তাই আজকের Tutorial এ আমি দেখাবো আপনারা কিভাবে যেকোনো সময়ে আসা ইমেইল খুজে পাবেন।
~প্রথমে Gmail অ্যাপ এ যেতে হবে
~এবার সার্চ এ ট্যাপ করতে হবে
~এবার আপনি যেই সময়ের ইমেইল খুঁজতে চান সেই অনুযায়ী সার্চ করতে হবে।আপনি যদি ১বছর আগের ইমেইল খুঁজতে চান তাহলে “older_than:1y” লিখে সার্চ করতে হবে। আবার আপনি যদি ২বছর আগের ইমেইল খুঁজতে চান তাহলে “older_than:2y” লিখতে হবে।1y এর যায়গায় আপনি 2y,3y,4y,5y লিখে যেকোনো সময়ের ইমেইল খুঁজতে পারবেন। এছাড়াও আপনি যদি ১মাস বা ২মাস আগের ইমেইল খুঁজতে চান তাহলে 1m বা 2m লিখতে পারেন 1y এর যায়গায়।একইভাবে ১দিনের আগের মেইল খুঁজতে আপনাকে লিখতে হবে “older_than:1d” এভাবে আপনি যেকোনো সময়ের মেইল Filter করতে পারবেন।
Proof:
trickbd theke emon kichu sorbodai asa kori..
Fixed time er!
Thakle diyen