আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।
আজকে আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি,সেটি হল ল্যাপটপ স্লো হলে কি করনীয়।
এবং কিভাবে আপনার স্লো ল্যাপটপকে ফাস্ট করবেন।
ধৈর্য সহকারে সম্পন্ন আর্টিকেলটি পড়ুন আশা করি আপনাদের অনেক উপকার হবে।
বাজার থেকে ল্যাপটপ কিনে আনার পরে বাড়িতে ব্যবহার করলে অনেক ফাস্ট কাজ করে। কিন্তু একসময় দেখা যায় ধীরে ধীরে স্লো হয়ে যায়।
যে কারণে ল্যাপটপ চালু হতে পারেঃ-
নতুন ল্যাপটপ ব্যাবহার করতে করতে স্লো হতে পারে এটা স্বাভাবিক। নতুন অবস্থায় ল্যাপটপ অনেক ভালো কাজ করে কিন্তু অনেকদিন পুরাতন হলে সেটি ধীরে ধীরে কম কাজ করতে শুরু করে।
তারপরে অনেক সময় দেখা যায় আমাদের ল্যাপটপ অনেক স্লো হয়ে যায় কাজ করার অনুপযোগী হয়ে পড়ে।
তবে সঠিকভাবে পরিচালনা করলে এবং ল্যাপটপের যত্ন নিলে সেটি অনেক দিন ব্যবহার করা যায়, কোন রকম সমস্যা ছাড়াই।
যেভাবে ল্যাপটপ ফাস্ট করানো যায়ঃ-
ল্যাপটপ একদম স্লো হয়ে গেলে কাজ করার একদম অনুপযোগী হলে দুটি উপায়ে ল্যাপটপকে ফাস্ট করানো যায়।
১) ল্যাপটপ নতুন অবস্থায় বাজার থেকে কেনার পর দুই তিন মাস পর পর নিয়মিত উইন্ডোজ মারা দরকার। ল্যাপটপে আমরা যে কাজগুলো করি সেগুলো কুকি ফাইল আকারে ভেতরে জমা হয়ে থাকে।এসব কুকি ফাইল জমা হয়ে থাকার কারণে ল্যাপটপ অনেক স্লো কাজ করে।দুই থেকে তিন মাস ব্যবহার করার পর ল্যাপটপে উইন্ডোজ মারলে ল্যাপটপ অনেক ফাস্ট হয়ে যায়।
২) তারপরও যদি ল্যাপটপটি স্লো কাজ করে তাহলে ল্যাপটপের হার্ড ড্রাইভ পরিবর্তন করে বাজারে অনেক ভালমানের এসএসডি পাওয়া যায় সেটি লাগাতে পারেন।
ল্যাপটপে এসএসডি লাগালে অনেক ফাস্ট কাজ করে, একদম নতুন অবস্থায় যেভাবে কাজ করতো সে ভাবে কাজ করে।
এছাড়াও ল্যাপটপের মধ্যে ক্লিনার ব্যাবহার করতে পারেন,এতে ল্যাপটপের অপ্রয়োজনীয় ফাইল সব মুছে ফেলবে, ফলে ল্যাপটপ অনেক ফাস্ট কাজ করবে। এছাড়াও মাঝেমাঝে ল্যাপটপ রিস্টার্ট দেবেন,এতে রানিং থাকা সব অ্যাপস নতুন করে কাজ করবে ফলে ল্যাপটপের কোনো সমস্যা হবে না,অনেক ফাস্ট কাজ করে ল্যাপটপ।
ল্যাপটপ স্লো হলে এ কাজগুলো করলে অবশ্যই অনেক ভাল ফল পাবেন।
আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-
Sk Shipon
ধন্যবাদ।
সাধারণত কোন সমস্যায় না পড়লে উইন্ডোজ দেই না। দৈনিক 7-8 ঘণ্টা এক টানা ল্যাপটপ এ কাজ করি। উইন্ডোজ দেয়ার সময় ই নাই।