Be a Trainer! Share your knowledge.
Home » Tricks » অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

আসসালামু-অলাইকুম, আজ আমি দেখাবো কিভাবে অনলাইনে প্রিমিয়ার ব্যাংকে একাউন্ট খুলতে হয় এবং কিভাবে প্রিমিয়ার ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং বা pmoney একাউন্ট রেজিষ্ট্রেশন করতে হয়। তার আগে প্রিমিয়ার ব্যাংক নিয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক –


প্রিমিয়ার ব্যাংকঃ

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যার নিবন্ধিত অফিস বনানী, ঢাকা, বাংলাদেশের। ড. এইচ.বি.এম. ইকবাল চেয়ারম্যান এবং শফিকুর রহমান এই ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক। এম. রিয়াজুল করিম, এফসিএমএ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।


প্রতিষ্ঠিত: 1999 

কর্মচারীর সংখ্যা: 1,947 (2019) 

রাজস্ব: 12.95 বিলিয়ন BDT (2019) 

মোট সম্পদ: 26.19 ট্রিলিয়ন BDT (2019) 

সদর দপ্তর: 42 কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা, বাংলাদেশ 

অবস্থানের সংখ্যা: 118টি শাখা, 10টি উপ-শাখা, 186টি এজেন্ট আউটলেট 

সাবসিডিয়ারি: প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, অ্যাসেট ম্যানেজমেন্ট আর্ম

ওয়েবসাইটঃ প্রিমিয়ার ব্যাংক



প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগবেঃ


  • একাউন্টহোল্ডারের জাতীয় পরিচয়পত্র,
  • পাসপোর্ট সাইজের ছবি,
  • একটি সচল মোবাইল নাম্বার, 
  • নমিনীর জাতীয় পরিচয়পত্র,
  • নমিনীর পাসপোর্ট সাইজের ছবি,
  • নমিনীর একটি সচল মোবাইল নাম্বার, 
  • ইন্টারনেট ব্যাংকিং করার জন্য একটি ইমেল। 



অনলাইনে প্রিমিয়ার একাউন্ট খোলার নিয়মঃ

অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রথমেই এই লিংকে গিয়ে  Account Open এ ক্লিক করুন-

অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম


ধাপ-১ঃ Identity verification 
এই ধাপে একাউন্টহোল্ডারের জাতীয় পরিচয়পত্রের ছবি,নিজের ছবি এবং স্বাক্ষর  দিয়ে Next বাটনে ক্লিক করুন।

অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম




ধাপ-২ঃ General Information 

এই ধাপে একাউন্টহোল্ডারের সাধারণ তথ্য দিতে হবে তার NID অনুযায়ী। 

Customer Information:
Full Name: নিজের সম্পূর্ণ নাম ( MD. Abir Hosen),
Father’s Name: বাবার নাম,
Mother’s Name: মায়ের নাম,,,
spouse Name: স্বামী/ স্ত্রীর নাম
DOB/date of birth: নিজের জন্ম তারিখ,
Gender: লিজ্ঞ,
Religion: ধর্ম,


অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

Account Information 
Type: ধরন, (এটি সম্পর্কে আমার ক্লিয়ার ধারনা নেই যদি কেও জেনে থাকেন কমেন্ট করুন,আমি পোস্ট আপডেট করে নিব)
Branch Name: শাখার নাম ( যে শাখায় একাউন্ট খুলতে চান),
Account Type: একাউন্টের ধরন ( কোন ধরনের একাউন্ট খুলতে চান Savings নাকি Current account সেটা বেছে নিন),
Source of fund: আয়েয় উৎস,
Occupation : পেশা,
Monthly Transection: মাসিক আদান-প্রদান৷ ( আনুমানিক প্রতিমাসে কত টাকা আদান-প্রদান করতে চান তার পরিমান),
Internet banking: যদি ইন্টারনেট ব্যাংকিং চালু করতে চান Yes আর না করতে চাইলে No দিবেন,
Email: ইন্টারনেট ব্যাংকিং এর জন্য একটি ইমেল দিতে হবে।


এগুলো দেওয়ার পর Next এ ক্লিক করুন।

অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ধাপ-৩ঃ Address info

এই ধাপে একাউন্টহোল্ডারের ঠিকানা দিতে হবে-

Present Address info:
Present Address: বর্তমান ঠিকানা,
District : জেলার নাম নির্বাচন করতে হবে,
City: শহর নির্বাচন করতে হবে,
Thana: থানা নির্বাচন করতে হবে,


নোটঃ যদি কারো Present Address এবং permanent address একই হয় তবে নিচে দেখানো লাল বিত্তে টিক দিলেই হবে আলাদা করে ঠিকানা দেওয়ার প্রয়োজন নেই।


অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম


Permanent address info 

Permanent address : স্থায়ী ঠিকানা, 
District : জেলা নির্বাচন করতে হবে,
City: শহর নির্বাচন করতে হবে,
Thana: থানা নির্বাচন করতে হবে,
Post Coad: আপনার পোস্ট অফিসের  কোড নাম্বার দিতে হবে।


 বিদ্রঃ পোস্ট কোড অজানা থাকলে এখান থেকে দেখে নিন।


অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম



ধাপ-৪ঃ Nominee Information 


Name: নমিনীর নাম, ( NID অনুযায়ী) 

Mobile No: নমিনীর একটি সচল মোবাইল নাম্বার, 
Email: নমিনীর ইমেল, ( বাধ্যতামূলক নয়)
DOB: নমিনীর জন্ম তারিখ, 
Relationship: নমিনীর সাথে আপনার সম্পর্ক,
Contact Address: নমিনীর সাথে যোগাযোগের ঠিকানা, 
Document Type: ডকুমেন্টের ধরন,( NID/Passport) 
ID value: NID/passport নাম্বার,



অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম


Document Front : জাতীয় পরিচয় পত্রের সামনের অংশ,

Document Back : জাতীয় পরিচয় পত্রের পেছনের অংশ,
Upload photo : নমিনীর পাসপোর্ট সাইজের ছবি। 



সবকিছুর আপলোড করে Next বাটন চেপে পরবর্তি ধাপে চলুন।

অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম


ধাপ-৫ঃ Mobile verify 
এই ধাপে একটি সচল মোবাইল নাম্বার দিয়ে একাউন্টটি ভেরিফাইড করে নিতে হবে।



ভেরিভাই করার জন্য নিচের দেখানো Captcha টি ডানপাসের বক্সে বসিয়ে নিচের বক্সে মোবাইল নাম্বার দিয়ে Send OTP তে ক্লিক করুন।

অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম


আপনার দেওয়া নাম্বারে নিচের মত একটি কোড যাবে সেটি OTP বক্সে বসিয়ে Verify OTP তে ক্লিক করি,
 
অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম


সঠিক থাকলে Successfully Verified হয়ে যাবে।  তারপর Submit এ ক্লিক করুন।


অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

দেখুন একাউন্ট তৈরী হয়ে গেছে এবং সাথে সাথে মেসেজে একাউন্ট নাম্বার চলে আসছে।


অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম


অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম


এখন উক্ত একাউন্ট নাম্বার ব্যাবহার করে টাকা লেনদেন করতে পারবেন।



একাউন্ট তো করলেন এখন টাকা লেন-দেন করার জন্য কি আপনি ব্যাংকে যাবেন? অবশ্যই এটি কষ্টকর এবং সময়ের অপচয়। আপনি চাইলে ঘরে বসেই টাকা আদান প্রদান করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ( Pmoney app) এর মাধ্যমে।



আর এই ইন্টারনেট ব্যাংকিং সেবা নেওয়ার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবেনা,আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই কাজটি করতে পারবেন।




তাই দেরি না করে Pmoney একাউন্ট খুলতে নিচের পোস্ট টি দেখুন।


বিদ্রঃ আর্টিকেল অনেক বড় হয়ে যাবে বিধায় প্রিমিয়ার ব্যাংক  ইন্টারনেট ব্যাংকিং বা পিমানি  নিয়ে অন্য পোস্টে লেখা হবে,ততক্ষন অপেক্ষা করুন- ধন্যবাদ। 



যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ

IQBAL CENTRE,42 Kemal Ataturk Avenue, Banani, Dhaka-1213

Tel: 16411(Mobile) or 09612016411(Overseas & Land Phone)

Fax: 880-2-9820808 ; 880-2-9820849

SWIFT Code: PRMRBDDH

E-mail[email protected]

Webwww.premierbankltd.com


পূর্বে প্রকাশিতঃ এখানে
























































































1 year ago (Nov 28, 2022)

About Author (77)

Riman Islam
author

 Free Paid course, ব্লগার, এডসেন্স রিলেটেড পোস্ট পেতে Tunes71.com সাইট টি ঘুরে আসতে পারেন। Join our Telegram Channel.

8 responses to “অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম”

  1. Sk Shipon Author says:

    একাউন্ট খুলব, তথ্য দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

  2. MD Shakib Hasan Author says:

    অনেক সুন্দর লিখেছেন। এই ব্যাংকের নাম আগে কখনো শুনি নাই আজকেই জানতে পারলাম।

  3. Very good post. I have created an account bro. I enjoyed reading your post.

  4. Uzzal Mahamud Pro Author says:

    Screen shot gulo to onno website er.?

  5. musharrof Contributor says:

    Post ki holo

    • musharrof Contributor says:

      Sorri, comment box opore chole asche ,r posto catagori ar niche show korche,posto khoje pacchilam na,shodo hadline show korchilo

  6. MD Musabbir Kabir Ovi Author says:

    প্রিমিয়ার ব্যাংক এর শাখা গুলো উপজেলা পর্যায়ে নাই এই জন্য ভোগান্তি পোহাতে হয় অনেক ক্ষেত্রে

Leave a Reply