আমরা অনেক কিছুই আমাদের মোবাইল ফোনটাতে রাখি । যেমন ভিডিও, অডিও, ছবি, ডকুমেন্টস এবং আরও অনেক কিছু। কিন্তু সমস্যাটা হচ্ছে একটা পর্যয়ে আমাদের মোবাইল এর মেমোরি ফুল হয়ে যায়। যার কারনে আমরা নতুন করে ছবি তুলতে বা ভিডিও করতে সমস্যা হয়। কোন কিছু ডাউনলোড করতে সমস্যা হয় । এখন কি উপায়?

অনেক সময় দেখা যায় আমরা আমাদের অনেক স্মৃতি বা প্রয়োজনীয় ফাইল ভিডিও ডিলেট করে দিতে বাধ্য হই।
হয়তো এগোলো আমরা ডিলেট না করে কোন অনলাইন ডাটা স্টোরে ব্যাকাপ হিসাবে রেখে দিতে পারি।
কিন্তু! স্টোরেজ ব্যাকাপ রাখলে আমাদের নির্দিষ্ট একটা পরিমান ও সময়ের জন্য অর্থ প্রদান করতে হয়। যা আমাদের অনেকের জন্য পে করা সম্ভব না। তাহলে এখন আমরা কি করতে পারি?
এর খুব সহজ একটা সমাধান হচ্ছে টেলিগ্রাম মেসেজিং এপ।
আমার এই এপের মাধ্যমে সব সময়ের জন্য আনলিমিটেড ডাটা স্টোরেজ করে রাখতে পারি কোন প্রকার টাকা ছাড়াই।
১ম ধাপ :
আমাদের একটা টেলিগ্রাম এপ লাগবে এবং নিজের সিম দিয়ে একটা একাউন্ট লগইন করা থাকতে হবে ।

২য় ধাপ :
এইবার আমরা আমাদের অই আইডি দিয়ে একটা গ্রুপ খুলতে হবে। গ্রুপ্রের প্রাইভেইসি প্রাইভেট থাকবে যাতে অন্য কেউ দেখতে না পারে।

৩য় ধাপ : নিজের যেই ফাইল স্টোর করে রাখতে চান সেইগুলো আপলোড করে রাখেন। শেষ স্টোর হয়ে গেলো আপনার ডাটা ফ্রিতে। এখন যদি আপনার অই ফাইল বা ডাটা ডিলেট হয়ে যায় আপনি খুব সহজে ঐ গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

# কথা হচ্ছে আপনি ঐ গ্রুপটা নষ্ট না করলেই হলো।
# টেলিগ্রাম ডিলেট হয়ে গেলেও সমস্যা নাই।
# আবার লগইন করলে আপনি আপনার প্রাইভেট গ্রুপটি ফাইল বা ডাটাসহ পেয়ে যাবেন।

22 thoughts on "আনলিমিটেড ফ্রিতে সব সময়ের জন্য নিজের ফাইল, ডাটা, ছবি, ভিডিও স্টোরেজ ও ব্যাকাপ করে রাখার সবচেয়ে সহজ উপায়।"

  1. Levi Author says:
    টেলিগ্রামে ডাটা রাখা যায়,তবে এজন্য আমাদের আলাদা কোনো গ্রুপ বানানোর প্রয়োজন নেই।মেনু থেকে Saved Message এ রাখা যায়।?
    1. sazib Killer Author Post Creator says:
      ধন্যবাদ এই তথ্য বিনিময় করার জন্য ❤️
    2. Levi Author says:
      স্বাগতম।তবে পোস্ট বড় এবং আরেকটু মানসম্মত করলে ভালো হয়।
  2. Zein Ahmed Author says:
    লিমিটেরও একটা ফাইজলামি থাকে ভাই
    1. sazib Killer Author Post Creator says:
      ?
    1. Saimum Raihan Author says:
      Seriously* ?
  3. Mehedi2007 Contributor says:
    গ্রুপ ক্রিয়েট না করেই সেভ মেসেজে সব ফাইল রাখা যায়। তবুও আপনার পোস্টের জন্য ধন্যবাদ
  4. nawfilnafinahid Contributor says:
    Offline Dekha jabe?
    1. sazib Killer Author Post Creator says:
      অনলাইনে থাকবে ডাউনলোড করে নিলেই অফলাইনে দেখতে পারবেন।
  5. Asikur Contributor says:
    টেলিগ্রামের সকল ডাটা নিজের ফোন স্টোরেজেই সেভ থাকে। তাহলে এটাাতে আনলিমিটেড ফাইল কিভাবে রাখা হলো??? ডাটা রাখলেইতো ফোন মেমোরি লোড হয়ে যাবে।
  6. ishan Contributor says:
    কতো জিবির জিনিস রাখতে পারবো??️
    1. sazib Killer Author Post Creator says:
      আনলিমিটেড আমার জানা মতে।
  7. xinli Contributor says:
    ar kono karone………. 1 year er cheye beshi long time Telegram use na korle sob data just BOOM ??
  8. TAHER Author says:
    Not a good post..
    এগুলো হারিয়ে যাওয়া এবং হ্যাকিং এর ঝুঁকিতে থাকবে
  9. hearthb Contributor says:
    whatssap e group er sob image file eksathe save/download rakhar kono way ache ki?
  10. অসাধারণ ট্রিক।
    1. sazib Killer Author Post Creator says:
      ❤️
    2. ধন্যবাদ।

Leave a Reply