আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু নিয়ে। টাইটেল দেখে হয়তো বুঝে গেছে আজকের আলোচনার টপিক কি চলুন শুরু করা যাক।

Safeum কি?

Safeum হলো একটু ভার্চুয়াল নাম্বার যার মাধ্যমে কল, চ্যাটিং  আরো নানা কাজ করা যায়। আমরা নরমালি আইডি কার্ড দিয়ে সিম কিনে ব্যবহার করতে হয়। কিন্তু safeum ব্যবহার করার জন্য কোন ধরনের আইডি কার্ড লাগবে না। একটা উদাহরণ দেওয়া যাক :

উদাহরণ,  আমরা টেম্প নাম্বারের জন্য অনেক গুলো অ্যাপস ব্যবহার করে থাকি যেমন 2nd line, Textline, Text Now , talktons ইত্যাদি । বর্তমানে বাংলাদেশে এই গুলোর access পাওয়া যায় না। যদিও অনেকে Vpn বা Proxy ব্যবহার করে ব্যবহার করে। এক কথায় কষ্ট করে ব্যবহার করতে হয় ।তো এদের মতো করেই ব্যবহার করতে পারবেন safeum কোন ধরনের সমস্যা হবে একদম সহজেই ব্যবহার করতে পারেন।

Safeum সুবিধা :

Safe সুবিধা বলতে অনেক গুলোই আছে তার মধ্যে নিম্নে কিছু তুলে ধরা হলো :

  1. চ্যাটিং কে এনক্রিপ্ট করা যাবে।
  2. কার্ড ছাড়া নাম্বার পাওয়া যাবে।
  3. চ্যাটিং ডিলিট করতে পারবেন সেটা উভয় দিকে হবে।
  4. অ্যাকাউন্টের অ্যাক্সেস খুব সহজেই নেওয়া যায়।
  5. Safeum নেটওয়ার্কের মাধ্যমে অডিও ও ভিডিও কল করা যাবে সেটা এনক্রিপ্ট থাকবে।
  6. একসাথে তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন

এছাড়াও আরো সুবিধা পাবেন সেটা ব্যবহার সময় বুঝতে পারবেন ।

Safeum অসুবিধা :

  1. প্রথমত প্রতিটি নাম্বার আপনি তিনদিন ব্যবহার করতে পারেন ফ্রীতে পরবর্তীতে সময় যদি ব্যবহার করতে চান তখন পে করে করতে হবে।
  2. এটি সব ধরনের কাজে ব্যবহার করা যাবে না যেমন Google account খুলার সময় ।

Safeum Download

প্রথমে আমরা play store থেকে ডাউনলোড করে নিবো।

ইনস্টল হলে ওপেন করবো এবং সব গুলো পারমিশন দিয়ে নিবো।

তারপর sing up যাবো।

এখন অ্যাকাউন্ট করার জন্য একটা user name,  password

লাগবে সেটা ইচ্ছে মতো দিয়ে নিবেন।

User name or password দেওয়ার পর এই রকম আসবে আমরা

Being to use ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন আমাকে একটা নাম্বার দিয়েছে। এই নাম্বার টি Latvia দেশের।

নিচে কিছু অপশন আছে চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন।

আপনাদের দেখানোর জন্য আমি একটা azure অ্যাকাউন্ট করছি দেখতে পাচ্ছেন তার ভেরিফিকেশনের কোড দেখাচ্ছে।

এইভাবে চাইলে যেকোন কাজে ব্যবহার করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না। premium নিলে সেটা কাজ করবে।

 

তো এখন কথা হচ্ছে শুরু কি তিনটি নাম্বারই পাবো না আপনি আনলিমিটেড নাম্বার পাওয়ার জন্য তিনটি অ্যাকাউন্ট খোলার পর অ্যাপটিকে ক্লিয়ার ডাটা দিয়ে আবার অ্যাকাউন্ট করতে পারেন কোন ধরনের সমস্যা হবে না ।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ।

57 thoughts on "2nd line এর দিন শেষ এখন Safeum দিয়ে আনলিমিটেড ভার্চুয়াল নাম্বার নিয়ে নিন কোন ধরনের সমস্যা ছাড়া।"

  1. Avi Jit Contributor says:
    2nd Line Number Diye Ki Shob Kichu Kora Jay?
    1. abir Author Post Creator says:
      Mone hoy na
    2. Zein Ahmed Author says:
      paypal account khola jay
  2. Rimon Contributor says:
    Lucky Patcher দিয়ে premium subscription bypass করা যাবে ? একটু ট্রাই করে জানাবেন
  3. sumonpervez Contributor says:
    যদি জিমেইল ই খুলতে না পারি তাহলে আর কি হলো।

    জিমেইল খোলার উপায় থাকলে বলেন।

    1. abir Author Post Creator says:
      অবশ্যই। Gmail আরো অনেক কিছু আছে যা বলে শেষ করা যাবে না ভাইয়া ।
    2. Md Sihab Ali Contributor says:
      Gmail to number charai khula jay
    1. abir Author Post Creator says:
      Welcome
    2. Md Abul basar Contributor says:
      শুভ কামনা রইলো আরো ভালো কিছু শেয়ার করুন
  4. Shakib Expert Author says:
    wowww working thanks
    1. Leo Nazmul Contributor says:
      Good
    2. abir Author Post Creator says:
      Welcome bro ❤
  5. S Contributor says:
    Good post ?
    1. abir Author Post Creator says:
      Tnq
  6. Leo Nazmul Contributor says:
    কোন কাজের না ফেসবুক একাউন্ট খুলতে গিয়ে কোনো কোড আছে না।টেলিগ্রাম ও খুলতে গিয়ে কোনো কোড আছে না
    1. abir Author Post Creator says:
      Server connection ase kina dekhe tarpor bolen ..na dekhe bolen kn ….
    2. abir Author Post Creator says:
      Telegram khular somoy kon country selete korcen.
  7. Freelancer Nazmul Contributor says:
    নাম্বার ছাড়া Gmail খুলার আপডেট থাকলে দিয়েন।
    1. Rasel Khandokar Contributor says:
      Khub e easy vai..
  8. Leo Nazmul Contributor says:
    আমি টেস্ট করে দেখলাম ফেসবুক,টেলিগ্রাম হয় না।টেলিগ্রাম এ নম্বর দিলে অটো country সিলেক্ট হয়ে যায়।আর আমি প্রতিনিয়ত এইসব নিয়ে কাজ করি।এইগুলো নিয়ে আমি যথেষ্ট জানি।

    আপনি টেস্ট করে দেখেন মিয়া

    1. Jhanik_SK Contributor says:
      Apni kunta use koren vai
  9. mojidul haque Contributor says:
    telegram, facebook,wahtsapp khola jay na,,
  10. TAHER Author says:
    Good post…but social media kj korena
  11. sourov Contributor says:
    end of the day . you are not eligible
    1. abir Author Post Creator says:
      আচ্ছা ধন্যবাদ মতামতের জন্য।
    2. Mithun Akber Contributor says:
      ভাইবার কোড আসছেনা ভাই।
  12. Danger Rafi Author says:
    সবই ঠিক আছে, কিন্তু ভাই পোস্ট করার আগে আপনার ফোনের ফন্ট গুলো কিছুক্ষণের জন্য নরমাল করে নিলেও হয়।
    1. abir Author Post Creator says:
      ঠিক আছে কথাটা মাথায় থাকবে।
  13. Mostak Ahmed Author says:
    নাম্বার তো পেলাম
    কিন্তু নাম্বার টা কোন দেশের তা বুঝবো কীভাবে ??
    1. abir Author Post Creator says:
      আমি বলে দিয়েছি কোন দেশের নাম্বার এটা।
  14. Telegram, whatsapp খোলা যায় না!!! সুতরাং কোনো কাজের না!!!
    1. abir Author Post Creator says:
      এই পৃথিবীতে কি শুধু টেলিগ্রাম , Whatsapp, Facebook ছাড়া আর কিছু নাই। আপনার কাজে নাও হতে পারে কিন্তু অন্য জনের ঠিকই কাজে আসবে।
    2. Mehedi Hasan Contributor says:
      Accha vai sobai dekhi telegram account kine ashole ei telegram account diye ki kore?
  15. Levi Author says:
    সোশ্যাল মিডিয়া গুলোতে কাজ করে না।
    1. abir Author Post Creator says:
      ট্রাই করা হয় নি দেখে জানাতে হবে।
    2. Levi Author says:
      নির্দিষ্ট কিছু সাইটে কাজ করে।
  16. Tushar Ahmed Author says:
    এটা তে মনে হচ্ছে বাকি সব টেম্প-নাম্বারের মতোই যেগুলো ওয়েবে পাওয়া যায়!
    এগুলো দিয়ে বড় বড় সাইটের ভেরিফিকেশন হয় না।
    1. abir Author Post Creator says:
      Premium নিলে সব ব্যবহার করা যায়। ভাই টেম্প নাম্বার গুলো ও কিন্তু সব জায়গায় কাজ করে না।
  17. Shu Yaib Contributor says:
    Vai balance 0 dekay….free ta call kora jbe nh?
  18. Shepon Akhand Contributor says:
    ভাই বাংলাদেশের কি ভার্চোয়াল নাম্বার নেওয়ার কোন ওয়ে আছে থাকলর জানাবেন
    1. abir Author Post Creator says:
      পেলে অবশ্যই জানাবো।
  19. Md Solaiman Islam Sobuz Contributor says:
    boss revolution a account krte gele code asena to
    1. abir Author Post Creator says:
      Tnq
    2. MD Hasan Xhmed Contributor says:
      ওয়েলকাম।
    1. abir Author Post Creator says:
      Tnq
  20. lostboyshakib Contributor says:
    Vai Korean number ase? ektu janben please
    1. abir Author Post Creator says:
      Ekhon nai. Jodi possible hoy tahole post hobe
  21. Rasel Khandokar Contributor says:
    US number pawa jabe eta theke??
    1. abir Author Post Creator says:
      Na vaiya only Latvia
  22. JM Sujon Contributor says:
    Registration hosse na
    1. abir Author Post Creator says:
      Server maybe problem korce

Leave a Reply