আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

একটা সময় ছিল যখন ইন্টারনেট বিশ্বে খুব একটা সহজলভ্য ভাবে ছিল না। তখন মানুষ তাদের বিনোদন এর জন্য রেডিও অনুষ্ঠান গুলো শুনতো।

সময় এর সাথে সাথে সেই রেডিও জগতের জনপ্রিয়তা গুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

মানুষ বর্তমানে ইন্টারনেট মাধ্যমে মুহূর্তেই নিজের স্মার্টফোন এর মাধ্যমে বিনোদন গ্রহণ করছে।

তবুও অনেকই আছেন সেই পুরোনো সময়ের রেডিও অনুষ্ঠান গুলো মিস করেন তারা শুনে থাকেন রেডিও ইন্টারনেট এর মাধ্যমে।

কিন্তু অনেক সময় দেখা যায় আপনি যেই চ্যানেল খুঁজছেন সেটা পাচ্ছেন না, যদিও পাচ্ছেন ক্লিয়ার শুনতে পারছেন না।

আজকে আমি আপনাদের এমন এক ওয়েবসাইট এর ঠিকানা দেবো যার মাধ্যমে আপনি গুগল earth এর সহযোগিতায় স্যাটেলাইট এর মাধ্যমে বিশ্বের সকল রেডিও শুনতে পারবেন।

প্রথমে এই লিংকটি ওপেন করুন।

এইখানে ক্লিক করুন

এইবার আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, আপনি এইখানে “press to start redio garden” লিখাতে ক্লিক করবেন।

এইবার আপনার সামনে সারা পৃথিবীর গোলাকার মুখমন্ডল চলে আসবে। আপনি যেই লোকেশনে আছেন সেখানে অটোমেটিক যেই রেডিও আছে সেটার অনুষ্ঠান শুনতে পারবেন।

এই যে সবুজ রঙের যেই সব ডট রয়েছে এইসব জায়গা তে ক্লিক করবেন, মূলত এইগুলো বিভিন্ন দেশ বা বিভাগের রেডিও চ্যানেল।

আপনি আপনার পছন্দ মত জায়গা তে ক্লিক করবেন সেখানে যেই চ্যানেল আছে সেই চ্যানেল গুলোর লাইভ সম্প্রচার একদম HD অডিও কোয়ালিটি তে শুনতে পারবেন।

তো, বন্ধুরা এইভাবে সারা বিশ্বের সকল অনুষ্ঠান একসাথে শুনতে পারবেন, একদম পছন্দ মত চ্যানেল ও পরিবর্তন করতে পারবেন ।

এই জন্য অবশ্যই আপনার ইন্টারনেট ডাটা অন রাখতে হবে।

এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য, দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ TRICKBD এর সাথেই থাকুন।

17 thoughts on "গুগল earth এর সাহায্যে সারা পৃথিবীর রেডিও শুনুন কোনো প্রকার বাফারিং ছাড়াই!"

    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি অ্যাপস আছে, তবে ওয়েবসাইট টা ভালো কাজ করে
  1. Alex Razib Contributor says:
    কাজের পোস্ট ?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
  2. xinli Contributor says:
    এক ওয়েবসাইট নিয়ে আর কত পোস্ট হবে TrickBD তে ?? ??
    1. Asif Contributor says:
      ভালো পোস্ট
    2. MD Hasan Xhmed Author says:
      @Asif ভালো পোষ্ট তো কমেন্ট করুন আমার কমেন্ট রিপ্লেই এ বলার কি ধরকার…?
    3. Sk Shipon Author says:
      কাজের পোস্ট, ধন্যবাদ
    4. MD Hasan Xhmed Author says:
      অন্যের পোষ্ট আর কমেন্ট আমার কমেন্ট এ কেনো?
    5. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ধন্যবাদ
  3. S.R Sumon Author says:
    এটা নিয়ে এর আগেও পোস্ট করা হয়েছে।
    পোস্ট লিংক: https://trickbd.com/android-tips/818676
  4. Abdullah Junayet Contributor says:
    Old post.check na korei post koren ?
  5. Suvoronjon Contributor says:
    খুব ভালো পোষ্ট! কিন্তু যদি এন্ড্রয়েড ফোনে এপস আকারে ইন্সটল করা যেত তাহলে আরো ভালো হতো।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি অ্যান্ড্রয়েড সিস্টেম আছে
  6. Sk Shipon Author says:
    কাজের পোস্ট।
  7. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
    Sundor মন্তব্য এর জন্য ধন্যবাদ

Leave a Reply