আসসালামু আলাইকুম, আসা করি সবাই ভালো আছেন, আজকে আরেকটি চেনাজানা টপিক নিয়ে আলোচনা করবো, তো আর বেশি কথা বলছি না, চলে যাচ্ছি মেইন টপিকে।

আজকের টপিকের মুল বিষয় হলো (.) ডট চিন্হ, এবং স্লাশাস (/) চিন্হ এর ব্যাখ্যা, আমরা সবাই এগুলোর সাথে পরিচিত, কিন্তু আমরা অনেকেই এতদিন শুধু এগুলো ব্যবহারই করে আসছি,

কখনো কি আমরা খেয়াল করছি, যে এই (.) চিন্হ, এবং (/) চিন্হ কি? আর এটা কেনোই বা আমরা ব্যবহার করি, এবং এটা কেনই বা আমরা লিংক এর ভিতর দেখি?

যদি আপনি এগুলো না জেনে থাকেন, তাহলে আজকের পোস্ট আপনার জন্য, আজকে এ বিষয়ে আপনি একদম ফুলভাবে জানতে পারবেন।

খেয়াল করুনঃ কিছু লোক আছে, যারা পুরো পোস্ট না পড়েই উল্টোপাল্টা মন্তুব্য করে, সুতরাং পুরো পোস্ট পড়ে, তারপর মতামত জানাবেন।

আর হ্যা, আরেকটা কথা, যারা প্রোগ্রামার আছেন, তারা অলরেডি এই বিষয়ে ইতিমধ্যে জানবেনই, সুতরাং তাড়া পোস্ট না পড়ে ইগনোর করতে পারেন। আর যদি ভালো লাগে তো পড়তে পরেন।

নিজে কি জানেন,না জানেন সেটা পরের বিষয়। অন্যদের কে কিছু জানানোর চেষ্টাটায় মুল। অনেকেই পোস্ট না বুঝে উল্টো পাল্টা মন্তব্য করে এটি শুধু তাদের জন্য বললাম।

তো বলতে,বলতে প্রচুর কথা বলে, ফেল্লাম তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত!

আচ্ছা আমরা যখন মাঝে মাঝে বিভিন্ন লিংক দেখি, আমরা কোন ফাইল মেক করি কখনো দেখেছি (/) সেলাস চিহ্ন কেনো ব্যবহার করা হয়।

অনেকে জানার চেষ্টা করেছি কিন্তু জানতে পারি নাই,

ব্যাপার টা যদি আমি আপনাদের কে, একটি উদাহরণের মাধ্যমে বলার চেষ্টা করি তাহলে আমার কথাটি অনেক ভালোভাবে বুঝবেন।

উধাহরনঃ https://www.google.com

এই গুগলের লিংক এর মাধ্যমে আমি ব্যাপারটাকে আরো পরিষ্কার করে দেই এখানে দেখতে পারছেন,

যে আমি লিখেছি, এইচটিটিপিএস ক্লোন শ্লাস,শ্লাস ডাবলু ডাবলু ডট google.com

অর্থাৎ https://www.google.com

এখানে https: এর পর যে / চিন্হ আছে, এর মানে হলোঃ

https হলো একটি লিংক এর ১ম অংশ, যা ব্রাউজারের পোর্ট হিসাবে কাজ করে,

যখন আপনি https এর /www এই লেখাটি দেখেন

এর মানে হলো, এখানে https এর সাথে / চিন্হ, অর্থাৎ এখানে https নামে একটি পোর্ট, যার ভিতরে google.com নামে একটি লিংক আছে,

https://www.google.com যদি আরো সহজ ভাবে বোঝানোর জন্য কথাই প্রকাশ করি তাহলে কি এমন হবে, যে https নামে একটি পোর্ট, যাকে একটি রাস্তা হিসাবে বিবেচনা করতে পারি, এখন google.com বস্তু যেটি আমার দরকার, / শ্লাস চিহ্নটি হলো একটি মাধ্যম, তার মানে এই হল যে এইচটিটিপিএস, লিখলে

এখানে একটি রাস্তা তৈরি হবে, এবং সেই রাস্তা দিয়ে যে বস্তুুটিকে আনবো, সেই বস্তুটি কাছে যাবার জন্য আমাকে, / চিন্হ ব্যবহার করতে হবে, মানে ব্যাপার টা এমন https রাস্তা, সেই রাস্তায় উঠার জন্য, না ঢোকার জন্য দরকার হলো এই (/) শ্লাস চিন্হের, এবং রাস্তায় ঢোকার পর, যে জিনিস বা বস্তুটির দরকার সেটি হলো google.com.

আমি আমার যথাসাধ্য বোঝানোর চেষ্টা করছি জানিনা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি আমার যথাসা বোঝানোর চেষ্টা করেছি জানিনা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন,

যাইহোক এখন দেখব ডট চিহ্নের ব্যাখ্যা,

এটি খুবই সোজা ডট চিহ্ন সংযোগ করতে ব্যবহার করা হয়,

অর্থাৎ www.google.com

এখানে আমি www এর সাথে গুগল কানেক্টেড করলাম, এবং সেই গুগল এর সাথে com কানেক্টেড করে একটি লিংক তৈরি করলাম।

আর আমরা যারা প্রোগ্রামার আছি, তারা আমার কথাটা আরোও ভালো বুঝতে পারবে, কেনো না কোনো একটা কোড লিখতে গেলেই, আমাদের এগুলোর অনেক ব্যবহার করতে হয়। তো যাইহোক অনেক কথায় বলে ফেললাম মুলত এটাই ছিলো, আজকের আলোচনা।

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

 

 

তো সবাই ভালো থাকবেন,

~আল্লাহ হাফেজ।

13 thoughts on "শ্লাস (/) এবং (.) ডট চিন্হ কি? এবং এগুলো লিংক এর ভিতর কেনো ব্যবহার করা হয়? জানুন সঠিক ব্যাখ্যা।"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    অজানা বিষয় ছিল এটা
    1. Shofikul Islam Author Post Creator says:
      @MD Musabbir Kabir Ovi ধন্যবাদ ভাইয়া।
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      আপনাকেও ধন্যবাদ
  2. nzmljoy Contributor says:
    কি উল্টা পাল্টা বিষয় বুঝাচ্ছেন। সব কিছুই তো ভুল বুঝাইলেন।
    https আর http নামে দুইটা protocol ব্যবহার করা হয়, এইগুলা হলো প্রোটোকল, পোর্ট না।
    https হলো Hypertext Transfer Protocol secure এর সংক্ষিপ্ত রূপ।
    আর https://www.google.com:8080
    এখানে port হলো 8080,
    / (foreword slash) ব্যবহার করা হয় লিংক এর parts কে আলাদা করার জন্য। যেমন
    https://www.google.com/search
    . (dot) ব্যবহার করা হয় domain, sub domain গুলোকে separate করার জন্যে।
    আউল ফাউল বিষয় না লিখে কাজের কিছু লেখার চেষ্টা করেন।
    1. Shofikul Islam Author Post Creator says:
      আমি কি বুঝিয়েছি? আর আপনি কি বুঝলেন? আমি এখানে শ্লাস এবং ডট চিন্হের ব্যাখ্যা দিয়েছি, আমার মুল বিষয় তো https না,, এটাকে আমি পোর্ট হিসাবে উল্লেখ করেছি। বিভিন্ন নাম আছে, এইটার। আমরা মুল বিষয় হলো, ডট এবং শ্লাস চিন্হের ব্যাখ্যা। আমি কি এতটাই বোকা যে,কিছু না জেনে, আবল তাবল পোস্ট করবো? আর লোকে আমাকে ভুল বলুক!

      আপনি শ্লাস এবং ডট এর ব্যাখ্যায় জানেন না, ওইটা পার্ট কে আলাদা করে লল?? sdcard/mp4 এখানে পার্ট কি আলাদা করা হলো? sdcard একটা পার্ট যা অলরেডি আলাদা হয়েই, তেমনি mp4 আছে এখন আমার এসডি কার্ডের মধ্যে আছে mp4, সুতরাং mp4 ট ঢুকতে হলে আমাকে লিখতে হবে, sdcard/mp4
      আমি ব্যাখ্যা গুলো এভাবে উল্লেখ করছি!

      আর কি ডট সাব ডোমেইন? হ্যা সাব ডোমেইন বুঝলাম?? কিন্তু আপনি কি আমার কথা বুঝেছেন? বেশি বুঝলে যা হয় আর কি??? আমি এগুলার রিলেশন কে বুঝাইছি, জাভাস্ক্রিপ্ট, জাভা, php যদি জানেন, তাহলে আপনি এই ব্যাখ্যা টা সহজেই বুঝতে পারতেন। আমি জানি এরকম একটা কমেন্ট আসবে,যারা অতিরিক্ত বুঝে। তাই আমি আর তর্ক করছি না। যা বলার বলেন।

      আমি তো প্রথমেই প্রোগ্রামিং বা কেডিং দিয়ে বুঝিয়েছে, সুতরাং ব্যাখ্যা টা কে আমি ওভাবেই উল্লেখ করবো। আর যদি আরো ও উধাহরন লাগে, টেলিগ্রাম @S80F9KU50 এ মেসেজ দিয়েন, প্রাকটিকাল ব্যাখ্যা সহ দেখাই দিবোনে। বেশি বুঝে উত্তেজনার বসে কমেন্ট না করলেও পারতেন।?
      https://t.me/S80F9KU50 sms diyen..practically dhekbone

      আমি প্রোগ্রামিং ভাষার সাথে কমপিয়ার করে, ব্যাখ্যা দিছি। এটা তো আপনার বুঝতে হবে নাকি?

  3. nzmljoy Contributor says:
    আপনার title কি দিয়েছেন মনে আছে তো?
    শ্লাস (/) এবং (.) ডট চিন্হ কি? এবং এগুলো লিংক এর ভিতর কেনো ব্যবহার করা হয়? জানুন সঠিক ব্যাখ্যা।
    .
    আপনি তো বলেননি proggraming Syntex এর কথা। আপনি উল্লেখ করেছেন লিংক এর কথা।

    যদি প্রোগ্রামিং এর কথাই বলেন, তাহলেও সঠিক বলেননি।

    program লেখার সময় / ব্যবহার করা হয় division এবং specify a file path হিসেবে কোনো url কে access করার জন্যে।

    . (dot) ব্যবহার করা হয় access properties অথবা কোনো object এক্সেস এর method হিসেবে।

    আমরাও কিছু জানি ভাই, যারা নতুন, আপনার পোস্টের কারণে তাদের আসল বিষয়টা জানা কতটা যুক্তিযুক্ত সেইটা বুঝেন।

    এইখানে কথা হলে পাবলিক দেখতে পারবে, অযথা telegram এ যাওয়ার প্রয়োজন নাই।

  4. Tushar Ahmed Author says:
    আপনি URL এর ডট(.) স্ল্যাশ(/) বুঝাইলেন নাকি লিনাক্সের?
    কিছুই তো বুঝলাম না।
    আর http/https/ftp/mailto এইগুলো প্রোটোকল, পোর্ট হইলো কবে?
  5. nzmljoy Contributor says:
    আপনার title কি দিয়েছেন মনে আছে তো
    .
    শ্লাস (/) এবং (.) ডট চিন্হ কি? এবং এগুলো লিংক এর ভিতর কেনো ব্যবহার করা হয়? জানুন সঠিক ব্যাখ্যা।
    .
    আপনি তো বলেননি proggraming Syntex এর কথা। আপনি উল্লেখ করেছেন লিংক এর কথা।

    যদি প্রোগ্রামিং এর কথাই বলেন, তাহলেও সঠিক বলেননি। program লেখার সময় / ব্যবহার করা হয় division এবং specify a file path হিসেবে কোনো url কে access করার জন্যে।

    . (dot) ব্যবহার করা হয় access properties অথবা কোনো object এক্সেস এর method হিসেবে।

    আমরাও কিছু জানি ভাই, যারা নতুন, আপনার পোস্টের কারণে তাদের আসল বিষয়টা জানা কতটা যুক্তিযুক্ত সেইটা বুঝেন।

    এইখানে কথা হলে পাবলিক দেখতে পারবে, অযথা telegram এ যাওয়ার প্রয়োজন নাই।

    reply করেছি, কিন্তু এখনো pending, তাই আবার comment করলাম।

  6. Levi Author says:
    আপনার পোস্ট নিয়ে সমালোচনা করে বিপাকে পরতে চাই না।তবে, পোস্টের ভিতর একই ইমেজ কয়েকবার ব্যবহার করেছেন।সেটার ব্যাপারে কি বলবেন?
    1. Shofikul Islam Author Post Creator says:
      @Levi কমেন্ট করার জন্য ধন্যবাদ!
      উত্তরঃ প্রথমত ইমেজ টা শুধু একটু সৌন্দর্য এর জন্য ব্যবহার করা হয়েছে, এবং গুগলের বেশির ভাগ Json Image গুলো কপিরাইট করা। তাই ওই ইমেজগুলো ব্যবহার করলে, কপিরাইট আসতে পারে। যেটা হয়তোবা ট্রিকবিডি ওয়েবসাইট এলাও না। তাই ঝামেলা এড়ানোর জন্য

      নিজের তৈরি করা ইমেজ নিজেই বার,বার ব্যবহার করছি। কপিরাইট এড়ানোর জন্য।
      Note: পোস্টের জন্য ইমেজ মুখ্য বিষয়ে নয়!

    2. Levi Author says:
      একটা ইমেজ একবার ব্যবহার করলেই হতো। বারবার ব্যবহার করার কোন যৌক্তিকতা নেই।
  7. Shofikul Islam Author Post Creator says:
    @Levi কথার ধরন ঠিক করুন! কথাগুলা কি একটু ভালোভাবে বললে হয় না? ট্রিকবিডির কোনো নীতামালাতে লেখা নাই যে, এক ইমেজ,বার,বার ব্যবহার করা যাবেনা।
    যার শেখার & জানার ইচ্ছে,সে পোস্ট দেখবে, ইমেজ নয়! আসা করি, পুনরায় তর্ক না করে, এটুকুতেই বুঝবেন।

    যদি ভুল ধরেন, আমার পোস্টের লেখার মধ্যে কোথায় কি ভুল করছি, সেগুলা খুঁজে, খুজে আমাকে বলুন। আমি আপনাকে আমার মন থেকে ধন্যবাদ জানাবো। এবং আমার ভুলগুলো আমি ঠিক করে নেবো। অযথা এমনে একটা বিষয় নিয়ে পড়ে থেকে লাভ নাই!

  8. KHSumon Contributor says:
    এতদিন জানতাম http আর https প্রটোকল।
    আজ ত দেখলাম পোর্ট।
    এতদিন কি ভুল শিখলাম ??

Leave a Reply