আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

বর্তমান সময় প্রযুক্তির যুগ, এই যুগে দেখা যায় ভালো কাজের পাশাপাশি খারাপ কাজ ও হয়ে থাকে।

তাই এই সময় আমাদের সকলের উচিত নিরাপত্তা এর বেষ্টনী এর মধ্যে থাকা।

সাইবার জগতে নিরাপত্তা এর মধ্যে থাকতে হলে আমাদের কিছু নিয়ম মানতে হবে। বর্তমানে অনেকই সোশ্যাল মিডিয়া তে এইরকম ফিশিং লিঙ্ক পাচ্ছেন।

মূলত এইগুলো সব ফেক লিঙ্ক এইসব লিংকে ভুলেও প্রবেশ করবেন না,

এইগুলো সব লোভনীয় অফার প্রদান করে কিন্তু বাস্তবে সেগুলো তে লগ ইন করলেই সেটা হ্যাকিং এর কবলে পড়বে।

এবং হ্যাকার আপনার সব কিছুর অ্যাকসেস নিয়ে নিবে,, সুতরাং এইসব লিঙ্ক এ ক্লিক বন্ধ করুন।

নিজে নিরাপদ থাকুন অন্য কে নিরাপদ রাখুন,,TRICKBD এর সাথেই থাকুন

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

8 thoughts on "সতর্কতামূলক পোস্ট!! ফিশিং লিঙ্ক গুলো তে ক্লিক করার আগে এটি পড়ুন।"

  1. Avatar photo Sk Shipon Author says:
    অনেক সতর্কমুলক তথ্য।
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি
  2. Saleh Uddin Nayan Contributor says:
    Trickbn.com is for sale
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      এই পোস্ট এর সাথে আপনার কমেন্ট এর মিল নেই
  3. Saleh Uddin Nayan Contributor says:
    সরি ভুলে কমেন্টা চলে গেছে এই কমেন্টটা কি ডিলিট করা যাবে না
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      না
  4. Avatar photo Md Khalid Author says:
    বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট।

    অনেক সময় চাকুরীর বিজ্ঞাপন আসে , অনেক সময় ওটিপি আসে, বিভিন্ন লিংক ও,
    বিনা কারণে সেগুলো আসে কিন্তু তাহাতে ক্লিক করা যাবে না।

    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি, ধন্যবাদ

Leave a Reply