আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন, আজকে আমি টেলিগ্রামের সকল ট্রিক্স নিয়ে কথা বলব। আশা করছি আপনারা যারা নতুন টেলিগ্রাম ইউজার তাদের একটু হলেও উপকারে আসবে।
বাজে কমেন্টকারীদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখন অনেকে বলবেন যে এটা আর কি এমন এগুলো তো সবাই জানে। এসব বলে বিভিন্ন উল্টাপাল্টা মন্তব্য করবেন, আমি তাদেরকে বলব এই পোস্টে আপনারা এড়িয়ে যান।
আমার এই পোস্ট করার প্রথম উদ্দেশ্য হচ্ছে যারা নতুন টেলিগ্রাম ব্যবহারকারী তাদেরকে টেলিগ্রামের বেসিক সম্পর্কে ধারণা দেওয়া। যেটা আমি টাইটেলে বলেছি। তাই আশা করছি আপনারা ওখান থেকে বুঝতে পারবেন উল্টাপাল্টা মন্তব্য না করে।
আবার সবাই আমার কথায় মাইন্ড করবেন না। আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলিনি। আমি শুধু তাদেরকেই বলছি,
যারা অন্যের পোস্টে, বা আমার পোস্টেই অকাঙ্ক্ষিত মন্তব্য করার ইচ্ছা করে, এটা শুধু আমি তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলেছি।
তো যাই হোক, এখন আসি মেইন পোস্ট এ তো আমরা যারা নতুন টেলিগ্রাম ব্যবহারকারী আছি, তারা কিন্তু আমরা শুধু টেলিগ্রাম থেকে জানি যে এটা দিয়ে আমরা মেসেজ করতে পারব। এবং কল করতে পারব, যেমন আমরা অন্যান্য চ্যাটিং অ্যাপে দেখে থাকি।
কিন্তু টেলিগ্রামে এমন কিছু সিস্টেম আছে, যেগুলো আপনারা প্রতিদিনই এসএমএস করার সাথে সাথে আপনাদের চোখের সামনে এই অপশন গুলো ঘোরাঘুরি করে কিন্তু আপনারা দেখেও বুঝতে পারেন না সেটার কাজ কি!
আজকের পড়তে টেলিগ্রামের যে টিকসগুলো শিখব সেগুলো আমি তুলে ধরলাম!
১. কিভাবে আমরা মোটা লেখায় মেসেজ লিখবো?
২. কিভাবে আমরা ডিজাইন টেক্সট দিয়ে মেসেজ লিখবো?
৩.কিভাবে আমরা মেসেজের উপর ক্লিক করলেই কোড কপি সিস্টেম করবো?
৪. কিভাবে আমরা লেখার মধ্যে হাইপার টেক্সট লিংক সেটআপ করবো?
৫. কিভাবে ইটালিয়ান অক্ষরে মেসেজ লিখবো?
৬. কিভাবে মেসেজ আন্ডারলাইন করবো?
তো দেখতেই পারছেন এখানে আমি টেলিগ্রামের কতগুলো সুন্দর সুন্দর সিস্টেমের কথা উল্লেখ করেছি। যারা নতুন তাদের কাছে এটি অনেক ভালো লাগবে।
এবং যারা পুরাতন টেলিগ্রাম ব্যবহারকারী তারা মনে মনে হয়তো হাসতেছেন যে এটা আর কি এমন? হ্যাঁ আমিও মানছি, যে আপনাদের কাছে যে এমনই লাগবে কারণ আপনারা ইতিমধ্যে এটি সম্বন্ধে জানেন!
সেজন্য আপনাদের কাছে এটি হাসিরও হতে পারে কিন্তু এটা ভাবুন যারা নতুন তাদের কাছে এখান থেকে অনেক কিছু শেখার আছে।
প্রথমে আপনারা টেলিগ্রাম অ্যাপস ওপেন করবেন, তারপর আপনি যাকে এস এম এস সেন্ড করতে চান। তার আইডিতে ওপেন করবেন, এবং মেসেজ অপশনে ক্লিক করে যে কোন একটি মেসেজ লিখবেন।
যেমন আমার নিচের স্ক্রিনশট গুলো অনুসরণ করুন বা ফলো করুনঃ
সাপস আমি আমার টেলিগ্রাম আইডি থেকে আপনাদের দেখিয়ে ধারণা দিচ্ছি,
প্রথম আলোচনা কিভাবে আমরা মোটা অক্ষরে এসএমএস লিখবো?
এখন, আপনারা যে মেসেজ টি লিখবেন, সেটির উপর হোল্ড ক্লিক করুন, মানে ক্লিক করে ধরে রাখুন!
যেমনটা আপনারা এখানে দেখতে পারলেন, আমি মেসেজ টি লেখার পর, সেটির উপর ক্লিক করে ধরে রেখেছি, এবং তারপর শেষের যে ৩ডট অপশন টি আছে, সেটির উপর ক্লিক করে দিবেন।
এরপর এখানে Bold অপশনে ক্লিক করলেই লেখাটি মোটা হয়ে যাবে।
২. কিভাবে আমরা ডিজাইন টেক্সট দিয়ে মেসেজ লিখবো?
ডিজাইন টেক্সট বলতে, স্পেস ডিজাইন লেখাকে বুঝাইছি, এরজন্য আপনারা এখানে, আপনারা মনো অপশনে Mono Option এ ক্লিক করবেন,
এরপর আপনার লেখাটে স্পেস ডিজাইন হয়ে যাবে,
লক্ষ্য চাই এর মধ্যে আপনারা তিন নাম্বার অপশনটি পেয়ে যাবেন, এরপর ওটাতে ক্লিক করলেই অটো কপি হয়ে যাবে।
৫. ইতালিয়ান অক্ষরে লেখার জন্য ইতালি ল্যাঙ্গুয়েজ এর উপর ক্লিক করবেন, তাহলে এটি ইতালিক আলফাবেট এ হয়ে যাবে।
৪. এখন সব থেকে মজার ব্যাপার আর আমার কাছে টেলিগ্রামের মধ্যে সবথেকে ভালো লাগার একটি ব্যাপার হচ্ছে লেখার ভেতর হাইপার লিংক সেটাপ করা যেটি আমি আপনাদের এখানে দেখিয়ে দেবো।
আমাদের যাদের টেলিগ্রাম চ্যানেলে আছে বা আমরা বিভিন্ন সময়ে লেখার মধ্য দিয়ে লিংক সেটআপ করতে চাই তারা এই অপশনটির মাধ্যমে খুব সহজেই লেখার মধ্যে হাইপারটেক লিংক সেটাপ করে নিতে পারেন,
যখন কেউ লিংকে ক্লিক করবে যেমন আমরা যদি লিখি ডাউনলোড করতে ক্লিক করুন এই লেখার মধ্যে আমরা লিংক সেটআপ করে নিতে পারব এটি আমি উদাহরণস্বরূপ বললাম।
যাই হোক আর বেশি কথা বলছি না টেক্সটের মধ্যে লিংক সেটআপ করার জন্য আপনারা ক্রিয়েট লিংকে ক্লিক করবেন তারপর নিচের মধ্যে একটি অপশন দেখতে পারবেন,
এখন এখানে আপনারা ক্রিয়েট লিংকে ক্লিক করবেন,
তারপর এখানে আপনারা যে লিংক টেক্সটের মধ্যে রাখতে চান সেই লিংকে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন এবং তার মধ্যে লিংক সেটআপ হয়ে যাবে,
তো আর বাকি অপশন বলে কাজ বলছি না, এখানে সব অপশন দেওয়াই আছে আপনারা নিজেরাই করে নিতে পারেন আজকের পোস্ট এ পর্যন্তই।
খেয়াল করুনঃ আগেও হয়তোবা এটি নিয়ে পোস্ট করা হতে পারে, কিন্তু সেই পোস্ট গুলো পুরোনো হবার কারনে,নিচে পড়ে থাকে, যে কারনে নতুন ইউজারদের চোখের সামনে পরে না, এবং তারা এই ট্রিকস গুলো জানতেও পারেনা। যে কারনে আমার নতুন করে পোস্ট করা, যাতে নতুন যারা দেখবে তারাও জানতে পারে।
হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।
সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ
8 thoughts on "এক পোস্টেই টেলিগ্রামের অসাধারণ সকল ট্রিকস, নতুন টেলিগ্রাম ব্যবহার কারীদের ১০০% কাজে দিবে।"