আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

বর্তমানে প্রযুক্তির যুগ , এবং শিল্প বিপ্লবের যুগ। এই সময়ে প্রায় সবকিছু ডিজিটালাইজ হয়েছে।

বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং করে থাকি। বিভিন্ন সময় অনলাইনে কেনাকাটা বা লেনদেনও করে থাকি।

কিন্তু অনেক সময় দেখা যায় অনেক স্ক্যাম এর শিকার হতে হয়, যার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই।

এজন্য মূলত সব সময় আমাদের https লেখা ওয়েবসাইটগুলো ব্রাউজিং করা উচিত।

https ওয়েবসাইটের সুবিধা

যেসব ওয়েবসাইটগুলো এইচটিটিপিএস ওয়েবসাইট সেগুলো সুরক্ষিত ওয়েবসাইট। সেগুলোতে মূলত ফিশিং সাইট এর মত থাকে না।

কিন্তু ফিশিং সাইটগুলোর মধ্যে এইচটিটিপিএস প্রথমে থাকে না আবার কিছু কিছু ক্ষেত্রে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে থাকে না।

তারবিহীন ওয়াইফাই-এর মতো গণ নেটওয়ার্কের সুরক্ষা প্রদান করে এইচটিটিপিএস।

এইচটিটিপিএস সার্ভার থেকে প্রাপ্ত তথ্যগুলো শুধুমাত্র ব্যবহারকারী দেখতে পায় অন্য কেউ দেখতে পায় না।

যে ব্যক্তি যেটা ব্রাউজ করছে শুধুমাত্র তিনি সেই তথ্যগুলো দেখতে পাবেন অন্য কেউ নয়।

এটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে থাকে, এবং কোনরকম বাধা ছাড়াই চলতে পারে।

বিশেষ করে ব্যাংকিং যেসব ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো এইচটিটিপিএস এর সুরক্ষিত ওয়েবসাইট।

যেগুলোতে ব্যবহার করলে তাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করে তাদের কার্যক্রম গুলো পরিচালনা করে।

এরফলে শুধুমাত্র ব্যবহারকারী এবং ব্যাংক সেই তথ্যগুলো দেখতে পাই বাইরের কোন ব্যক্তি সেটিতে অ্যাক্সেস নিতে পারে না।

তাই আমাদের সকলের উচিত হবে এইচটিটিপিএস যুক্ত ওয়েবসাইট গুলো ব্রাউজিং করা।

তাহলে আমরা সকলের সাইবার জগতে সুরক্ষিত থাকতে পারবো।

তো, এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে পুরো পোস্টটি পড়ার জন্য।

TRICKBD এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

8 thoughts on "Https সার্ভার কেনো ব্যাবহার করবেন জেনে নিন!!"

  1. Levi Author says:
    http সিকিউর না। https হলো সিকিউর। http একটা প্রটোকল। পোস্টে ভুল আছে।
  2. Rasedul Hasan Contributor says:
    হুদাই পোস্ট!
    সল্প জানলে পোস্ট করবেন না। আমার মনে হয় নেটওয়ার্ক প্রটোকল সম্পর্কে বিন্দুমাত্র নলেজ ও আপনার নেই। আগে http কি সে বিষয়ে ভালো করে স্টাডি করুন তারপর পোস্ট দেন।
  3. xinli Contributor says:
    A little learning is a dangerous thing………………..???
  4. Sakibur Rahman Contributor says:
    Http old and security nai. Https hocche latest and security tai sob officials site https protocol use kore.
    Age topic somporke valovabe janun tarpor onnoder janan.
  5. Sobuj0005 Contributor says:
    http এবং https এর ফুল ফর্ম জানা থাকলেই বোঝা যায় যে কোনটা Secure আর কোনটা Insecure, স্বল্প বিদ্যা ভয়ংকর, পোস্ট করলে অবশ্যই নির্দিষ্ট বিষয়ের উপর ভাল জ্ঞান নিয়ে করতে হবে, আইনস্টাইনের ড্রাইভারের মত হতে গিয়ে শেষে কোন উপায় পাবেন না।
  6. Sk Shipon Author says:
    সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য
  7. md oliullah Contributor says:
    আবার মার্কা পোষ্ট করার জন্য ধন্যবাদ। বেশি করে গাঁজা খাবি তাহলে আরো আবাল মার্কা পোষ্ট করতে পারবি।

Leave a Reply