আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ওয়েবসাইট ডেভেলাপিং এর জন্য বিভিন্ন লাইব্রেরী ইন্সটল করব,

যাদের ওয়েব ডেভেলপিং সম্বন্ধে নলেজ আছে আজকের পোস্ট তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি,

অর্থাৎ যারা জানেনা যে কিভাবে মোবাইল দিয়ে ওয়েবসাইট ডেভেলপিং এর বিভিন্ন ভাষার লাইব্রেরী ইন্সটল করতে হয় তাদের জন্য বিশেষ করে অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে.

আজকের এই পোষ্টের মাধ্যমে একদম এ টু জেড প্রোগ্রামিং Node Js, js বিভিন্ন ভাষার লাইব্রেরী আমরা মোবাইল দিয়ে ডাউনলোড করা সহ বিস্তারিত বিষয়ে জানতে পারব.

একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যতগুলো লাইব্রেরী দরকার প্রায় সবগুলো লাইব্রেরী এই পোস্টে দেখানো হবে

Spcak Editors  অ্যাপটির মাধ্যমে আপনারা এই লাইব্রেরীগুলো নিতে পারবেন,

এখানে একসাথে আপনরা,

Javascript

Node Js

React Js

Vue

Bootstrap

সহ ইত্যাদি আরও যতগুলো লাইবেরি আছে প্রায় সবগুলো এখানে রয়েছে এবং এখানে গিটহাবের ওপেন সোর্স লাইব্রেরী ইউজ করা আছে যার ফলে আপনারা যে কোন লাইব্রেরী সার্চ দিয়েও এখান থেকে খোঁজ নিতে পারবেন.

 

এর আগে আমি আজকে যে অ্যাপটা নিয়ে কথা বলব অর্থাৎ এক্সপাক এডিটর অ্যাপ,

এই অ্যাপটি নিয়ে আমি এর আগে আরেকটি পোস্ট করেছিলাম।   আমি যদি বলি প্লে স্টোরে যতগুলো ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য কোড এডিটর আছে আমার দিক থেকে সব থেকে বেস্ট এবং পাওয়ার ফুল কোড এডিটর হল স্পাক এডিটর।

যার মাধ্যমে আপনারা চাইলে মোবাইল দিয়ে  প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

 

এর জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে স্প্যাক এডিটর লিখে সার্চ করলে পেয়ে যাবেন অথবা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন, প্রথমে আপনার অ্যাপটা ওপেন করে নিবেন।

এটি হলো সেই ইস্পাক এডিটর অ্যাপ যেটার কথা আমি এতক্ষন আপনাদের বলেছিলাম,  তো এটার মাধ্যমে মূলত আমরা চাইলেই একটা ফুল ওয়েবসাইট ডেভেলপ করতে পারি কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াই!

প্রথমে একটা ওপেন করে নেবেন আমি এখন একটি ওপেন করে নিলাম তারপর পরবর্তী পেইজে নিচের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন

দ্বিতীয় পেজে এরকম ইন্টারফেস দেখতে পারবেন লাইব্রারি ইন্সটল করার জন্য উপরে দেখানো লাল চিহ্ন যে থ্রি ডট মেনু আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন।

 

এরপর আপনাদের সামনে এই অ্যাপের যে ড্রয়ার মেনু আছে সেটি ওপেন হয়ে যাবে, এখানে উপরে দেখানো প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন।

 

প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা নিজের মতো অনেকগুলো অপশন দেখতে পারবেন,

তারপর ওপরের স্ক্রিনশটেট দেখানো যে অপশন গুলো আছে, তার মধ্যে  লাল রাউন্ড দিয়ে বোঝানো অপশনটি অ্যাড লাইব্রেরী এখানে ক্লিক করে দিবেন।

এরপর এখানে আপনার ডাটা কানেকশন অন করতে হবে কারণ এখানে লাইব্রেরী গুলো ইন্টারনেট কানেকশনের সাথে সংযুক্ত,

যখন আমরা এগুলো ডাউনলোড করে নেব তার জন্য আমাদের ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন চালু রাখতে হবে।

আপনার ডাটা কানেকশন এবং ওয়াইফাই কানেকশন চালু থাকলে উপরের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন,  এবং সেখানে একটি সার্চ বার দেখতে পারবেন, এখানে আপনি যে লাইব্রেরী ডাউনলোড করতে পারেন সেটির নাম লিখে দিলেই আপনারা পেয়ে যাবেন।

 

আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য পোস্টটি করেছি সুতরাং আমি আলাদা কিছু না দেখিয়ে এখানে প্রথমে যে লাইব্রেরী আছে এটি আমি আপনাদের ইমপোর্ট করে দেখালাম।  তার জন্য উপরে দেখানো প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন।

এরপর আপনার সেই লাইব্রেরীটি চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পারছেন লাইব্রেরীর ভেতরে থাকা ফাইল গুলো শো করছে

এখান থেকে আপনি যে ফাইলগুলো নিতে চান সেগুলো সুইচ করে অন করে দিবেন, তারপর নিচে দেখানো অপশনে ক্লিক করে দিবেন এবং এটি ডাউনলোড হওয়া শুরু করবে।

 

এভাবে ফাইলটি ডাউনলোড হবে এবং এখানে আপনাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে,

ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আপনারা নিজের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন,

CDN Module বলে এখানে একটি ফাইল দেখতে পারবেন এর ভিতর হচ্ছে আমাদের লাইব্রেরী কোডগুলো থাকবে,  সেগুলো দেখানোর জন্য নিচের অপশনে ক্লিক করলে আমরা এর ভেতরে থাকা কোড গুলো দেখতে পারবো.  যেভাবে আমি উপরের স্ক্রিনশটে দেখেয়েছি।

 

আমি সেই ফাইলে ক্লিক করার পর দেখুন আমার কাছে যে লাইব্রেরী কোডগুলো ছিল সেই ফাইলগুলো শো হয়েছে এবং এগুলো spack editor app  Import   হয়ে গেছে.

 

এখন সেখানে থাকা ফাইলগুলোতে ক্লিক করলে আমরা এখানকার যে কোড গুলো আছে সেগুলো দেখতে পারবো,

 

এখন আমরা এই কোড গুলো এইচটিএমএল এর হেড ট্যাগের ভিতর ব্যবহার করব,

তার জন্য আমাদের এখান থেকে এটার যে স্ক্রিপ্ট রিলেশন আছে সেটা আমাদের কপি করতে হবে সেজন্য উপরে দেখানো অপশনে ক্লিক করে আপনারা কপি করে নিবেন.

 

 

কপি করা হয়ে গেলে এখানে আমি পেস্ট করে আপনাদের দেখালাম,

দেখুন এখানে জাভা স্ক্রিপ এর যে একটি লাইব্রেরী আমি নিয়েছিলাম সেটির স্ক্রিপ্ট কোড!

এখনে এটার সাথে রিলেশন হয়ে গেছে এখন আমি, যে কোড করার সেটা আমরা বডির ভেতর করতে পারবো।

 

মূলত এটি ছিল আজকের পোস্ট যারা মোবাইল দিয়ে জাভা স্ক্রিপ্ট সহ বিভিন্ন লাইব্রেরী ইনস্টল করতে চান তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।

অনেকের কাছে মনে হতে পারে যে এই পদ্ধতিটা অনেক ইজি,  হ্যাঁ আমিও মানছি এটা Easy  কিন্তু যারা নতুন এটা সমান্ধে জানে না তাদের কাছে এটি অনেক কঠিন হবে যেটা আমি আমার নিজের দিক দিয়ে বললাম

আর কেউ যদি আগে থেকে জেনে থাকে তাহলে অনেক ভালো,

কিছু কমেন্টকারীদের উদ্দেশ্যে…

উল্টাপাল্টা কমেন্ট করা থেকে বিরিত থাকুন। আর যদি করেন, তাহলে কমেন্ট এ রিপোর্ট করা হবে।

Spcak Editor Download Link: https://play.google.com/store/apps/details?id=io.spck

 

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

 

আজকের পোস্ট এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ.

 

 

6 thoughts on "হাতে থাকা মোবাইল ফোন দিয়েই Javascript সহ ওয়েবসাইটের জন্য, বিভিন্ন ভাষার লাইব্রেরী ইনস্টল করুন।"

  1. Rifataslam Contributor says:
    মনের মতো পোস্ট
  2. Shakil Ahammed Contributor says:
    অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ও ভালো করে বোঝানোর জন্য ❤️❤️
    1. Shofikul Islam Author Post Creator says:
      @Shakil Ahammed Thanks bro for your gorgeous comment
    1. Shofikul Islam Author Post Creator says:
      @TrickBD Support Love?

Leave a Reply