Be a Trainer! Share your knowledge.
Home » Tricks » এখন কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াই, Web Development প্রাকটিস এর জন্য “Lorem Word” লোরিয়াম ওয়ার্ড নিন।

এখন কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াই, Web Development প্রাকটিস এর জন্য “Lorem Word” লোরিয়াম ওয়ার্ড নিন।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন.

আজকের পোষ্টের বিষয় হচ্ছে কিভাবে আমরা  কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াই মোবাইল দিয়ে ওয়েবসাইট ডেভেলপের জন্য Lorem ওয়ার্ড নিব!

Lorem Word কি?

যারা ওয়েব ডেভেলপিং বেসিক জানেন তারা অবশ্যই জানেন যে লরিয়াম ওয়ার্ড কি?

তারপরও আজকে যেহেতু লরিয়াল শব্দ নিয়ে কথা বলব তাই এ ব্যাপারে একটু বলে নেই লরিয়াম শব্দ হলো এমন একটি শব্দগুচ্ছ,

যেখানে এইচটিএমএল প্র্যাকটিসের জন্য বিগিনারদের অন্য কোথাও থেকে লেখা সংগ্রহ না করে,

কোড এডিটরের মাধ্যমে রেনডম ভাবে যেকোনো সংখ্যা বসিয়ে খুব সহজেই শব্দ জোগাড় করতে পারে।

image: Google

Lorem Word এর সুবিধা!

আমার মনে হয় না যে আপনাকে লরিয়াম শব্দের সুবিধা বলতে হবে!

কারণ আপনি জানেন যে লরিয়াল শব্দ একজন বিগিনারদের কোড লেখার জন্য কতটা কম সময় অপচয় করে।

আপনি জানেন যে,  প্রাকটিস এর জন্য লরিয়াম শব্দ আপনার জন্য কতটা দরকার!

এবং আপনি কিন্তু সে জন্যই এই পোস্টে ক্লিক করেছেন  তাই আপনাকে আর আমি নতুন করে এই শব্দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই না!

তারপরও যদি একটু বেসিক বলি সেটা হল যারা বিগিনার এইচটিএমএল প্র্যাকটিস করা বা শেখা শুরু করেছে, তারা যখন বিভিন্ন ট্যাগ ব্যবহার করে সেখানে বিভিন্ন শব্দ লিখতে হয়!

এর জন্য তারা দেখা যায় বিভিন্ন ওয়েবসাইট থেকে শব্দ কালেক্ট করে তারপর সেখানে পেস্ট করে যেখানে অনেক সময় অপচয় হয়।

কিন্তু তারা এগুলো না করে সেই করে কোড এডিটরে শুধুমাত্র লরিয়াল নামে একটি শব্দ লিখে তার সাথে সংখ্যা বসিয়ে দিলেই সে যতটা Words চাচ্ছে! 

ততটা Word সেখানে পেয়ে যায়, এবং এখানে কোন সময় অপচয় হয় না।

 

বিগেইনারদের মোবাইল দিয়ে ওয়েবসাইট ডেভেলপিং এর জন্য বেস্ট কোড এডিটর এপ হলো Spcak Editor!

সেজন্য আপনারা প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করে তারপর ওপেন করে নেবেন।

তারপর এখানে আপনাকে একটি এইচটিএমএল ফাইল তৈরি করতে হবে, ফাইলের এক্সটেনশন হবে ডট এইচটিএমএল।

ফাইল দেওয়ার জন্য আপনারা থ্রি ডট মেনু দেখতে পারবেন সেখানে ক্লিক করলে উপরের স্ক্রিনশট এর মধ্যে দেখতে পারবেন তারপর সেখানে প্লাস অপশনে  ক্লিক করবেন।

এখন আপনাদের একটি ফাইল তৈরি করতে হবে তার জন্য এখানে দেখতে পারছেন নিউ ফাইল বলে একটি অপশন এখানে আপনারা ক্লিক করে দিবেন,

আমি যেহেতু আপনাদের এখানে দেখাচ্ছি তো ধরুন আমি এখানে লিখলাম trickbd. Html এবং এটি লেখার পর আপনারা ওকে অপশনে ক্লিক করে একটি ফাইল তৈরি করে নেবেন।

 

এই কোড এডিটরের একটি বিশেষ সুবিধা হল এখানে আপনাকে আলাদা করে এইচটিএমএল এর স্ট্রাকচার লিখতে হয় না!

 

এখানে আপনি যখন ফাইল তৈরি করেন তখন এখানে অটোমেটিক html এর স্ট্রাকচার তৈরি হয়ে যায়।

এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন Body বডি ট্যাগ আমরা এখন দেখব বডি ট্যাগের মধ্যে একটি পি <p></p> Tag দিয়ে সেখানে কিভাবে আমরা লরিয়ামের শব্দ নিবো।

 

তার জন্য এই বি ট্যাগের মধ্যে আপনাদের লিখতে হবে lorem

দেখুন এখন হচ্ছে আমি পি ট্যাগের মধ্যে লরিয়াল শব্দ নেব এ কারণে আমি পি ট্যাগের ভেতরে লিখলাম লরিয়াম এবং এখানে সবগুলো ছোট হাতের অক্ষর দিয়ে লিখবেন তারপর এখানে হচ্ছে আপনি যতগুলো ওয়ার্ড লিখতে চান ততটি সংখ্যা বসিয়ে দিবেন,

তারপর উপরে যে দেখতে পাচ্ছেন একটি রকেট অপশন এখানে ক্লিক করে দেবেন. দেখুন আমার শব্দ গুলো চলে আসছে।

 

 

এটা হলো লরিয়াম শব্দের আউটপুট!

 

ব্যাপারটা মনে হয় এখনো আপনারা ভালোভাবে বোঝেন নাই, বা ক্লিয়ার হন নাই।

তাই আমি আপনাদের এই ব্যাপারটা অর্থাৎ কিভাবে লরিয়াম শব্দ নিবেন সেটি আরেকবার একটি পি <p></p> ট্যাগের মধ্যে হেডিং ট্যাগ ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি.

 

এখন ধরুন এখানে আমি আপনাদের দেখানোর জন্য এইচ থ্রি হ্যাডিং Tag নিলাম এবং এর ভিতর হচ্ছে আমি Lorem ৫০০ শব্দ নেব,

তার জন্য এখানে আমি লরিয়াম শব্দটির লেখার পর এর সাথে ৫০০ নাম্বার বসিয়ে দেবো,

 

বসিয়ে দেওয়া হলে আপনারা উপরের স্ক্রিনশটে দেখানো যে একটি রকেট অপশন দেখতে পারছেন,

এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার লরিয়ামের পাঁচশো শব্দ এক ক্লিকে অটোমেটিক এসে যাবে দেখুন আমার এসে গেছে,

কোডের আউটপুট দেখতে উপরে দেখানো যে অপশন আছে সেখানে ক্লিক করবেন,

দেখুন এখানে আমার লরিয়াম এর ৫০০ শব্দ এসে গেছে এখন হচ্ছে আমাকে কোডিং করার সময় বিভিন্ন শব্দের দরকার হলে আলাদা কোথাও থেকে শব্দ না নিয়ে আমরা এখান থেকে খুব সহজে শব্দ জেনারেট করতে পারব.

 

App Download Link: https://play.google.com/store/apps/details?id=io.spck

 

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

 

আজকের পোস্ট এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

 

 

1 year ago (Mar 17, 2023)

About Author (89)

Shofikul Islam
author

Android App Developer & Frontend Web Developer. programmer : Java & Php. Learn Hacking And Get Premium Tools Join NowTEAM X 1337

Trickbd Official Telegram

3 responses to “এখন কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াই, Web Development প্রাকটিস এর জন্য “Lorem Word” লোরিয়াম ওয়ার্ড নিন।”

  1. Md Sajedul Contributor says:

    Age thekei jantam tobe sajie likhar jonno thanks

  2. mahabub5985 Contributor says:

    Sundor post vai

  3. MD Musabbir Kabir Ovi Author says:

    বেশ ভালো লাগলো

Leave a Reply

Switch To Desktop Version