আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকের পোস্টের বিষয় হলো মাইক্রোসফট ওয়েবসাইট ব্যবহার করে আমরা একটি এই আই ইমপোর্ট এর সাহায্যে,

যে কোন লেখা থেকে সেটির কপিরাইট ফ্রি ইমেজ নিতে পারবো।

অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক রকমের ইমেজের দরকার হয় যেগুলো আমরা চাইলে গুগলে সার্চ করে নিতে পারি,

আবার অনেক ক্ষেত্রে এগুলোর আমরা ভালো কোয়ালিটির ইমেজ পাই না যদিও কিছু থাকে সেগুলো আবার কপিরাইট যুক্ত।

 

কিন্তু আমরা এবার মাইক্রোসফট ইআই-এর মাধ্যমে একদম হাই কোয়ালিটি এইচডি তে যে কোন ইমেজ নিতে পারবো৷ ব্যাপার যদি একটু ছোট করে সংক্ষেপে বলি,

ধরুন আপনি একটি নাম লিখে সার্চ করলেন এবং সেটি অনুযায়ী আপনার একটি ইমেজ আপনাকে তৈরি করে দেয়া হলো।

তো যাইহোক,  প্রথমে আপনারা microsoft এর এই ওয়েবসাইটি ওপেন করে নিবেন,

এরপর এখানে আপনাদের এই ওয়েবসাইটটিতে লগইন করতে হবে লগইন করার জন্য আপনারা যদি আগে কোন মাইক্রোসফট এর অ্যাকাউন্ট খুলে থাকেন,

তাহলে সেটি যে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করছিলেন, সেটি বসিয়ে লগইন করতে পারবেন।

আর যদি আগে কোনো একাউন্ট  না করে থাকেন তাহলে ওখান থেকে আপনারা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন,

এছাড়া আপনারা যদি গিটহাব একাউন্ট থেকে সেটা দিয়েও লগইন করতে পারেন।

 

আমি যেহেতু এর আগে মাইক্রোসফট এ এখনো কোন একাউন্ট তৈরি করিনি এবং আমি নতুন করে কোন একাউন্ট তৈরি করতে যাচ্ছি না,

কারণ এখানে গিটহাব দিয়ে লগিন এর সিস্টেম আছে, তাই আমি এখন আমার গিটহাব দিয়ে,

এখানে লগইন করে নেব এই কারণে নিচে দেখানোর যে অপশন এখানে ক্লিক করে দিলাম।

উপরে যে কথাগুলো বললাম সেগুলো অনুযায়ী আপনারা যে অপশনে ক্লিক করেছিলেন, তারপর আপনাদের সামনে নেক্সট পেইজে এরকম আসবে এখানে আপনারা গিটহাবে ক্লিক করে দিবেন।

 

সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি পেইজ আসবে,  আপনারা যদি গিটাহাব দিয়ে একাউন্ট লগইন করতে চান, তাহলে উপরে যে সিস্টেমগুলো বললাম এভাবে আপনারা লগইন করতে পারেন।

তারপর এখানে ইয়েস বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে আপনারা লগইন করে নেবেন।

 

এরপর আপনারা এখানে microsoft ai এর তৈরি করা ইমেজগুলো দেখতে পারবেন আপনারা চাইলে আপনাদের মন মত ইমেজ এখান থেকে নিতে পারেন,

তার জন্য আপনি যে ছবি নিতে চাচ্ছেন বা তৈরি করতে যাচ্ছেন সেটির নাম লিখে উপরের দেখাানো অপশনে ক্লিক করে দিবেন।

 

আমি যেহেতু উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি সে কারণে আমি এখানে জাস্ট ডক্টর লিখলাম এবং আমি এখানে ডক্টরের কিছু পিক নিব এরপর এটি লিখে সেখানে সার্চ করে দিলাম।

 

তারপর আপনারা সার্চ করা রেজাল্ট আসার জন্য এখানে মাইক্রোসফট এর যে এআই বট আছে সেটি এখানে আপনার ইমেজটি জেনারেট করবে।

এর জন্য আপনাকে কিছুক্ষন অপেক্ষা করতে হবে তারপর দেখতে পারবেন আপনার এই ইমেজ টি তৈরি হয়ে গেছে।

 

দেখুন এখানে ইমেজ গুলো তৈরি হয়ে গেছে এখানে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল এগুলো সকল কপিরাইট ফ্রি ইমেজ,  এখানে আপনাদের ইমেজের কোন ক্রেডিট দিতে হবে না।  আপনারা এখান থেকে জেনারেট করা ইমেজ গুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

এখন এপের স্পলাশ স্ক্রীন এর জন্য,  মনে করুন,

আমার একটি এসএমএস অ্যাপ এর জন্য কিছু ওয়েলকাম  ইমেজ লাগবে সে কারণে আমি এখানে এসএমএস অ্যাপ্লিকেশন সার্চ করলাম,

এরপর এখানে মাইক্রোসফট এর যে Ai Bot আছে সেটি এখানে জেনারেট করতেছে এখন আমি এখানে কিছু অপেক্ষা করলাম এরপর নিজের মতো দেখতে পারবেন যে আপনার ছবিটা আপনাকে জেনারেট করে দিয়েছে.

 

দেখুন এখানে microsoft এর বিং এর মাধ্যমে আমরা কপিরাইট ফ্রি ইমেজ তৈরি করতে পারলাম, যেগুলো আমরা আমাদের বিভিন্ন কাজে বা বিভিন্ন দরকারে একদম কোন প্রকার কপিরাইটের ক্রেডিট ছাড়া ব্যবহার করতে পারব।

কিছু কমেন্টকারীদের উদ্দেশ্যঃ

অপ্রয়োজনীয় বা উস্কানিমূলক কথা বা উল্টাপাল্টা কমেন্ট করলে প্রতিটা কমেন্টে রিপোর্ট করা হবে।

ওয়েবসাইট লিংকঃ https://www.bing.com/images/create

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

 

আজকের পোস্ট এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ।

 

2 thoughts on "Microsoft এর Ai দিয়ে কপিরাইট ফ্রী ইমেজ তৈরি করুন (টেক্সট সার্চ থেকে ইমেজ)"

  1. mdmamunrahman Contributor says:
    Please make a post how to create a account Microsoft
  2. TAHER Author says:
    That’s awesome post

Leave a Reply