আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন।
আজকে দেখব যে কিভাবে আমরা খুব সহজেই কোনো প্রকার এপ বা ওয়েবসাইট ছাড়াই মাত্র ফোনের সেটিং এর মাধ্যমে খুব সহজেই ডিলিট হয়ে যাওয়া মেসেজ দেখতে পারবো।
কোন কোন মেসেজ গুলো দেখতে পারবো!
এটার মাধ্যমে আপনারা রিসেন্ট ডিলেট হওয়া মেসেজ গুলো দেখতে পারবেন।
ধরুন আমি যদি একটি উদাহরণস্বরূপ বলি আপনাকে মেসেঞ্জারে কেউ মেসেজ দিলো! এরপর হচ্ছে সে যদি তার মেসেজ ডিলিট করে দেয় তখন আপনি চাইলে তার মেসেজটি আপনার সেটিং থেকে দেখে নিতে পারবেন।
এবং এটার জন্য কোন অ্যাপ বা ওয়েবসাইট কিছুই লাগবে না।
ব্যাপারটা ইন্টারেস্টিং না! ইন্টারেস্টিং এজন্য বললাম কারণ এটার জন্য আমাদের কোন অ্যাপ বা ওয়েবসাইট লাগবে না।
এটা নিয়ে অলরেডি অনেক অনেক টিউটোরিয়াল দিয়েছে বাট তারা আলাদা অ্যাপ দিয়ে দেখাইছে, কিন্তু আজকে আমরা দেখব যে ফোনের সেটিং এর মাধ্যমে কিভাবে মেসেজ অপরেট করতে পারি!
আপনারা যারা আগে থেকে জানেন তাদের ক্ষেত্রে অনেক ভালো তারা চাইলে পোস্ট টিকে ইগনোর করতে পারেন।
আর যারা জানেনা তারা এখান থেকে শিখে নিন!
প্রথমে আপনার ফোনের সেটিং নামে যে একটি এও আছে সেই অ্যাপটি আপনার ওপেন করে নেবেন। উপরের স্ক্রিনশটে যে অ্যাপটি দেখতে পারছেন এটা আমার ফোনে সেটিং-এপ, এখন আমি এটা ওপেন করে নেব।
অথবা আপনারা চাইলে উপরের যে শাটারবার আছে এখান থেকে যে সেটিং আইকন দেয়া আছে এখানে ক্লিক করে আপনারা সেটিং ওপেন করে নিতে পারবেন যে সিস্টেমটি সব এন্ড্রয়েড ফোনে রয়েছে।
এরপর আপনারা সেটিং ওপেন করার পর নোটিফিকেশন নামে একটি অপশন পাবেন এই অপশনটা সবার ফোনেই আছে।
কিন্তু একেকজনের ফোনে একেক জায়গায় এই সিস্টেমটি দেওয়া আছে অর্থাৎ এই নোটিফিকেশনের অপশনটা দেওয়া আছে আপনারা খুঁজে নিবেন।
তারপর আপনাদের সামনে সেটিং টি ওপেন হবে এটা আমার ফোনে সেটিং ওপেন হয়েছে যারা স্যামসাং ইউজ করেন তারা এরকম দেখতে পারবেন।
এবং যারা আলাদা ফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে অন্যরকম আসতে পারে তো আমি যেহেতু আমার ফোন দিয়ে দেখাবো সুতরাং সকল সেটসপ আমি এখানে তুলে ধরব আপনারা এখানে এডিশনাল সেটিং অপশন এ ক্লিক করবেন।
তাতারপর এখানে নোটিফিকেশন হিস্টোরি নামে একটি অপশন দেখতে পারবেন এরপর আপনারা এই নোটিফিকেশন অপশন এ ক্লিক করে দেবেন।
তারপর এরকম একটি অপশন দেখতে পারবেন যেটি আপনাদের অফ থাকবে এটা এখান থেকে আপনাদের অন করতে হবে অন করার জন্য আপনার সুইচ অপশনে ক্লিক করবেন,
তারপর আমাট দেখানো উপরের স্ক্রিনশট এর মত আপনারা এই অপশনটি অন করে নিবেন।
তাহলে আপনার কাজ ওকে এখন যদি কেউ এসএমএস করে এবং সেটি যদি ডিলিট করে দেয় তাহলে আপনারা এভাবে এখানে এসে তার ডিলিট করা এসএমএস দেখতে পারবেন।
অন্যান্য ফোন ইউজাররা কিভাবে সেটিং টি খুঁজে পাবেন?
তারা তাদের সেটিং অ্যাপ ওপেন করে নেবেন এবং দেখতে পারবেন একটি সার্চ অপশন আছে এখানে নোটিফিকেশন হিস্টরি লিখে দিলে আপনারা সেই অপশনটা পেয়ে যাবেন যেমনটা আপনারা আমার উপর স্ক্রিনে সাথে দেখতে পারছেন।
আমি যদি এখন আপনাদের উদাহরণ স্বরূপ আমার কিছু নোটিফিকেশন হিস্টরি দেখাই,
দেখুন আমার ফোনে কি কি নোটিফিকেশন ছিল সেগুলো এখানে চলে আসছে,
তো মূলত এটাই ছিল আজকের টিউটোরিয়াল কোথাও কোন কিছু না বুঝলে আমাকে জানাবেন আমি ঠিক করে দেব। কোন উল্টাপাল্টা কমেন্ট করলে প্রতিটা কমেন্টে রিপোর্ট করা হবে।
হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।
সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ!
7 thoughts on "কোনো প্রকার থার্ড পার্টি এপ ছাড়াই ডিলিট করে ফেলা রিসেন্ট মেসেজ দেখবেন কিভাবে, Messenger WhatsApp Imo Etc."