আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।
সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে ? আমাদের মধ্যে মাহে রমজান চলছে, আর এরপর আসবে পবিত্র ঈদুল ফিতর, যা রহমত এর মাসের শেষে আসবে আমাদের মধ্যে,, পবিত্র ঈদ।
আর ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ কে বাড়িয়ে তুলতে অনেকেই আছেন সালামী, গিফট হিসেবে দান খয়রাত করতে সদকা দিতে নতুন নোট ব্যাবহার করে।
আর প্রতিটা উৎসব অনুষ্ঠান সব ক্ষেত্রে সবাই নতুন নোট গুলো কে প্রধান হিসেবে দেখে। বরাবর এর মত প্রত্তেক ঈদ এর সময় নতুন নোট এর চাহিদা থাকে,,
তাই সবাই ব্যাংক থেকে সংগ্রহ করেন নতুন নোট। বাংলাদেশ ব্যাংক ৯ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ৪০ টি স্থানীয় শাখা থেকে নতুন নোট নিতে করবেন সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত।
একজন গ্রাহক সর্বোচ্চ পরিমাণ টাকা নিতে পারবেন একবারই বার বার নেওয়ার সুযোগ নেই।
আর যারা ঢাকায় থাকেন তাদের সুবিধা এর জন্য ব্যাংক এর লাইন এর ঝামেলা না করে,, আমি সাজেশন করবো আপনারা গুলিস্তান থেকে নতুন নোট নিতে,,
কারণ সেখানে কিছু লভ্যাংশ দিয়ে নতুন টাকা কেনাবেচা করা হয়, আপনারা সেইখান থেকে নতুন নোট গুলো কিনে নিতে পারেন,, তবে এই ক্ষেত্রে আপনার ৫০ থেকে ১০০ টাকা সমপরিমাণ খরচ হতে পারে।
তবে গুলিস্তান এলাকা টা একটু ভয়ংকর এলাকা দিনে দুপুরে চুরি ডাকাতি হয় তাই একটু সাবধানতা অবলম্বন করা জরুরি। তো এইভাবে আপনারা খুব সহজেই নতুন নোট সংগ্রহ করতে পারবেন।
এটা পরিপূর্ণ সুদ।
example: sonali bank a giye 1000 taka diye notun 50tk bundle nite parbo account chara??