আজকের Tutorial এ আমি দেখাবো কীভাবে ফ্রিতে Website ping করবেন।অনেক সময় আমরা বিভিন্ন ফ্রি হোস্টিং ব্যবহার করি যেখানে Website এ ping না থাকলে সেটি idling mode এ চলে যায়।এছাড়াও অনেক কাজে আমাদের ওয়েবসাইট ping করার প্রয়োজন পড়ে।চলুন দেখে নেয়া যাক কীভাবে ফ্রিতে Website ping করবেন
-প্রথমেই এই লিংক এ ক্লিক করে এই ওয়েবসাইট এ চলে যেতে হবে।এবার ওয়েবসাইট add করার জন্য Add Website এ ক্লিক করতে হবে
-এবার আপনার Website এর লিংক দিয়ে Add এ ক্লিক করতে হবে
-এখন এখানে একটি Site Token পাবেন এটি Copy করে রাখবেন।আপনার Website টি রিমুভ করতে চাইলে এই Token কাজে আসবে
এখন আপনার Website প্রতি ১-২মিনিট পর পর Automatic ping হবে।
-যদি আপনি Website আর ping না করতে চান তাহলে আবার Homepage এ গিয়ে Remove Website এ ক্লিক করতে হবে
-এবার Website অ্যাড করার সময় যেই Token পেয়েছিলেন তা দিয়ে Remove এ ক্লিক করতে হবে
এবার আপনার Website টি Remove হয়ে যাবে অর্থাৎ আর Ping হবে না।পুনঃরায় Ping করতে চাইলে আগের process follow করতে হবে।
বিভিন্ন Tips and Tricks পেতে জয়েন করুন এই টেলিগ্রাম চ্যানেল এ: t.me/techzbd
Ping কিন্তু SEO তেও হেল্প করে। শুরুর দিকে WordPress সেটাপের সময় একটা ping site list পেয়েছিলাম (search in google) যেগুলো wordpress settings > writing > update services এখানে গিয়ে বসাতে হয়। এই লিস্টে যেসব সাইট আছে, প্রতিবার পোস্টের পর ওসব পিং সাইটে আপনার ব্লগ থেকে একটা পিং যাবে এটা বুঝাতে যে, এই ব্লগটা সম্প্রতি আপডেট হয়েছে। তখন সার্চ ইঞ্জিন আরেকটু দ্রুত ইনডেক্স করতে পারে।
সোজা কথায়, এই পোস্টের আগাগোড়া আমজনতার না বুঝলেও চলবে। আর সাইটে ping list add না করলেও ক্ষতি নেই। তবে জেনে রাখা অবশ্যই ভালো। কিন্তু পোস্টদাতা উপযুক্ত তথ্য প্রদান করে বুঝাতে ব্যর্থ হয়েছে। পাবলিসিটির দৌড়ে কোয়ালিটি চাপা পড়লে যা হয় আর কি। আর এই সাইট যে উনি নিজে ডেভেলপ করেছেন এটাও বলেন নি। জানি না আরেকটু স্বচ্ছ হলে কি সমস্যা, কিন্তু About এ গিয়েই তো ক্রেডিট দেখা যায়। এমন হেয়ালি অনেকে বাকা চোখে দেখেন, যেমন আমি নিজেই।
Pathetic. But it works ?
ওয়ার্ডপ্রেসে অলরেডি অনেক পিং লিস্ট সেট করা আছে তাই এখন এগুলো আর না করলেও চলে।