আসসালামু আলাইকুম

 

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের দেখাবো কিভাবে কারো নাম্বার সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন!

 

এইজন্য আমাদের একটা অ্যাপের হেল্প নিতে হবে। অ্যাপটির লিংক আমি নিচেই দিয়ে দিলাম, ডাউনলোড করে নিন।

 

অ্যাপ ডাউনলোড করতে ভিজিট করুনঃ-

App Download

 

অ্যাপ ডাউনলোড করা শেষ হলে অ্যাপটি ওপেন করুন। ওপেন করলে ঠিক নিচের স্ক্রিনশটের মতো ইন্টারফেস দেখতে পাবেনঃ-

 

 

এখন আপনি যেই নাম্বারে মেসেজ করবেন সেই নাম্বারটি কোন কান্ট্রির সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য উপরের স্ক্রিনশটে লাল মার্ক করা যায়গাটিতে ক্লিক করুন।

 

সিলেক্ট করলে সকল কান্ট্রির লিস্ট শো করবে, ঠিক নিচের দেয়া স্ক্রিনশটের মতোঃ-

 

 

এখন এখান থেকে নাম্বারটি যেই কান্ট্রির সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করুন। যেমন আমি বাংলাদেশি একটা নাম্বারে মেসেজ দিবো তাই এখান থেকে “Bangladesh” সিলেক্ট করে দিচ্ছি।

 

সিলেক্ট করার পর আপনাকে আবার আগের ইন্টারফেসে নিয়ে আসবে।

 

 

এখন উপরের স্ক্রিনশটে মার্ক করে দেখানো ফাকা বক্সে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি লিখুন। আর হ্যা, অবশ্যই কান্ট্রি কোড বাদে নাম্বারটি লিখবেন। যেমন এখানে আমি আমার নিজের নাম্বারটি টাইপ করেছি।

 

এখন নিচের দিকে সবুজ রংয়ের একটা “Send” নামে বাটন দেখতে পাবেন। ওই বাটনটিতে একটা ক্লিক করুন। ক্লিক করার সাথেসাথেই আপনাকে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটির হোয়াটসঅ্যাপ একাউন্টে নিয়ে যাবে।

 

এখন আপনি তাকে মেসেজ করতে পারবেন। ছোট্ট একটা পোস্ট বাট আশা করি আপনাদের একটু হলেও কাজে আসবে।

 

পোস্টটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এতে আমি আরও পোস্ট করার জন্য উৎসাহিত হবো, ধন্যবাদ।

 

জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলেঃ-

Telegram Channel

 

13 thoughts on "নাম্বার সেভ না করেই কাউকে WhatsApp এ মেসেজ করবেন যেভাবে।"

  1. Danger Rafi Author says:
    ভালোই, নতুন পদ্ধতি। কিন্তু এর থেকে সহজ ভাবে নাম্বার সেভ না করেই ম্যাসেজ পাঠানো যায়। এর জন্য যেকোনো হোয়াটসঅ্যাপ চ্যাটে আপনার কাংখিত নাম্বারটি সেন্ড করেন। তারপর ওই নাম্বার এর উপর একবার ক্লিক করলেই সেন্ড এ ম্যাসেজ এর অপশন পেয়ে যাবেন।[যেকোনো চ্যাটে নাম্বার সেন্ড করার ক্ষেত্রে আপনারই কোনো আরেকটা পার্সোনাল একাউন্ট এ নাম্বার সেন্ড করতে পারেন]
    1. itsmesabbir Author Post Creator says:
      এইটা জানা ছিলো না, জানানোর জন্য ধন্যবাদ ভাই। ❤️
    2. SABBiR Author Post Creator says:
      রাফি ভাই, আপনার সাথে কনটাক্ট করার জন্য একটা মাধ্যমের লিংক দিবেন? ফেসবুক/টেলিগ্রাম বা অন্য যেকোনো মাধ্যম।
    3. Danger Rafi Author says:
      কন্টাক্ট করার জন্য টেলিগ্রাম এ আমার ইউজার নেম সার্চ করতে পারেন। hridoybd91
      ধন্যবাদ।
    4. mchy Contributor says:
      wa.me/country code + number evabe likhe message send korben nijer profile e. Tar pro click korlei save na kore chat open hobe.

      example: wa.me/8801777777777 wa.me/16193398321

    5. mchy Contributor says:
      othoba jekunh browser e search e giye likhben wa.me/8801777777777 likhe search dilei chat open hobe
  2. Gk_Jahid Contributor says:
    অথবা যেকোনো ব্রাউজারে wa.me/কান্ট্রি কোড সহ নাম্বার দিলে সরাসরি হোয়াটসঅ্যাপ এ নিয়ে যাবে।
    1. itsmesabbir Author Post Creator says:
      এইটা আগেই জানা ছিলো, ভাবছিলাম এই পোস্টের পার্ট-২ এ শেয়ার করবো আর কি।
  3. Hossain Ahmed Numan Author says:
    নিজের কোন একটা নাম্বারে এই নাম্বার সেন্ড করে তারপর এই নাম্বারের উপর ক্লিক দিলে whatsapp থাকলে সেই হোয়াটসঅ্যাপে অটোমেটিক নিয়ে যাবে তার জন্য অ্যাপস এর কি প্রয়োজন
    1. itsmesabbir Author Post Creator says:
      হ্যা এভাবেও হয়! ❤️
  4. Md Asif Contributor says:
    Author amader sikhate esecilo amra author ke sikhaya dilam ??
  5. I posted on this topic 8months ago.
    Check the post https://trickbd.com/uncategorized/771597
    1. SABBiR Author Post Creator says:
      সুন্দর পোস্ট ভাই, ভালোবাসা রইলো! ❤️

Leave a Reply