হুমকি কমে
গেলেই ফেসবুক
খুলে দেয়া হবে বলে
জানিয়েছেন
স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান
কামাল।
সোমবার সচিবালয়ে
আইন-শৃঙ্খলা
বাহিনীর
সদস্যদের সঙ্গে
বৈঠকের পর এ কথা
জানান তিনি।
বিজয় দিবসকে
সামনে রেখে এ
বৈঠকে বসেছিলেন
মন্ত্রী।
সাংবাদিকদের
প্রশ্নের জবাবে
কামাল বলেন, এটি
সাময়িক।
নিরাপত্তার যখন
হুমকি আসে, তখন
এ ধরনের ব্যবস্থা

নেয়া হয়। পৃথিবীর
সব দেশেই এমন
হয়ে থাকে। যদিও
এখন বাংলাদেশে
তেমন কিছু হচ্ছে
না, তবু হুমকি কিছু
আসছে। এটা শেষ
হলেই ফেসবুক খুলে
দেয়া হবে।
বৈঠকের বিষয়ে
মন্ত্রী জানান,
বিজয় দিবস
উদযাপনে যারা
সাংস্কৃতিক
অনুষ্ঠান করবেন
তাদের সাতদিন
আগে অনুমতি নিতে
হবে। অনুষ্ঠান
কোথায় করবেন,
কী অনুষ্ঠান
করবেন তা জানিয়ে
অনুমতি নিতে হবে।
মন্ত্রী বলেন,
বিজয় দিবসে দেশ
জুড়ে নিরাপত্তা
জোরদার করতে
আইন-শৃঙ্খলা
বাহিনীকে নির্দেশ
দেয়া হয়েছে৷
বৈঠকে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের
সিনিয়র সচিব ড.
মো. মোজাম্মেল
হক, পুলিশ
মহাপরিদর্শক
একেএম শহিদুল
হক, র্যাবের
মহাপরিচলাক
বেনজীর
আহমেদসহ
গোয়েন্দা সংস্থার
প্রধান এবং
প্রতিনিধিরা
উপস্থিতি ছিলেন।

One thought on "হুমকি কমলেই ফেসবুক খুলে দেয়া হবে"

Leave a Reply