বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে ঢাকায় আসছেন ওয়েস্ট ইন্ডিজের বিষফোড়ক ব্যাটসম্যান ক্রিস গেইল। আগামীকাল শুক্রবার বাংলাদেশে আসার কথা আছে গেইলের। ইঞ্জুরির কারনে চার মাস মাঠের বাহিরে ছিলেন ক্রিস গেইল। বিপিএলের মধ্য দিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরবেন ক্রিস গেইল।
বিপিএলের আগের দুই আসরে মাত্র ৬ ম্যাচ খেলেছেন ক্রিস গেইল। ৬ ম্যাচে তার রান ৪০২! গড় ১০০.৫০! এই ৬ ম্যাচে ছয় মেরেছেন ৩৮টি। বিপিএলের প্রথম আসরে প্রথম ম্যাচেই ৪৪ বলে করেছিলেন ১০১ রান। ওই আসরেই ঢাকা গ্লাডিয়েটরসের বিপক্ষে করেন ৬১ বলে ১১৬ রান। বিপিএলের দ্বিতীয় আসরে খেলেন একটি ম্যাচই। সেই ম্যাচে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে করেছিলেন ৫১ বলে ১১৪ রান।
এরআগে বিপিএল খেলেতে ঢাকায় আসেন টি-২০র আরো এক তারকা শহীদ আফ্রিদি। সিলেটের হয়ে ইতিমধ্যে ৪১ বলে ৬২ রানের এক ঝকঝকে ইনিংস খেলে মাঠ মাতিয়েছেন আফ্রিদি। ক্রিস গেইলের আগমণ বিপিএলকে রাঙ্গিয়ে দেবে নতুন মাত্রা।
2 thoughts on "বিপিএল খেলতে আসছেন গেইল"