সরকার ফেসবুক খুলে দিয়েছে। আজ
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ফেসবুক
খোলার কথা প্রথম আলোকে নিশ্চিত করেন
তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ।
জুনাইদ আহমেদ বলেন, ফেসবুক খুলে দেওয়ার
সিদ্ধান্ত নয়, পুরোপুরি খুলে দেওয়া হয়েছে।
অবশ্য এখনো ডেস্কটপ ও কিছু মোবাইল
ডিভাইস থেকে ফেসবুক দেখা যাচ্ছে না।
ফেসবুক খোলা প্রসঙ্গে জুনাইদ আহমেদ
বলেন, ফেসবুক খুলে দেওয়ার বিষয়ে

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক
উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ
ভূমিকা রয়েছে। দেশের তরুণদের কথা
মাথায় রেখে তিনি ফেসবুক খুলে দেওয়ার
জন্য অনুরোধ করেন। দেশের তরুণের বিজনেস
প্রসেস আউটসোর্সিং (বিপিও)
ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে
তরুণেরা ফেসবুক না থাকায় সমস্যায়
পড়ছিলেন। তাঁদের কথা মাথায় রেখে
ফেসবুক খুলে দেওয়া হয়েছে।
ফেসবুক খুলে দেওয়া হলেও সরকারের বন্ধ
করা অন্যান্য অ্যাপস এখনো চালু হয়নি।
জুনাইদ আহমেদ বলেন, ফেসবুকভিত্তিক
অপরাধ কার্যক্রমের বিষয়টি ভবিষ্যতে
সতর্কতার সঙ্গে দেখার সিদ্ধান্ত নিয়েছে
সরকার। এ ছাড়াও ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে
আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত
নেওয়া হয়েছে।

সূএ: prothom-alo

6 thoughts on "ফেসবুক খুলেছে"

  1. Dsniloy Contributor says:
    amar fb id block hoye gece keu ki kule dite parben plz.
    1. os prince Ashraf Contributor says:
      ami parbo bro dsniloy block kulte
    2. Dsniloy Contributor says:
      number block hoyece security code dicce na
  2. Alamin123 Contributor says:
    koi fb calu?? amar mobile dia to fb ase na
  3. Riaz Author Post Creator says:
    post ta valo kora poran

Leave a Reply