এবার নিরাপত্তার স্বার্থে বোরকা পরিধানে নিষেধাজ্ঞা আনা হয়েছে, এমনকি বোরকা পরলে জরিমানারও ব্যাবস্থা রাখা হয়েছে নতুন আইনে। জরিমানার পরিমান সাড়ে ৬ হাজার পাউন্ড বা সাড়ে সাত লাখ টাকা।
নতুন এই আইনটি করা হয়েছে সুইজারল্যান্ডের টিকিনো নামের একটি শহরে। দেশটির দক্ষিণাঞ্চলে ওই এলাকার অবস্থান। নিষেধাজ্ঞান অনুযায়ী, নারীরা বোরকা পরে শপিং মল থেকে শুরু করে কোথাও যেতে পারবে না। এমনকি ভ্রমনকারী কোন নারীও বোরকা পরে বের হতে পারবেনা।
টিকিনোর স্থানীয় সরকার বোরকা ও নেকাবের পাশাপাশি মুখ ঢেকে রেখে প্রতিবাদ কর্মসূচি করার বিষয়েও নতুন রুল জারি করেছে। স্থানীয় বাসিন্দারা তো বটেই পর্যটকরাও বোরকা পরতে পারবেন না। এ এলাকায় ভ্রমণকারী ও প্রবেশকারীদের আগে থেকেই বিষয়টি জানিয়ে দেওয়ার ব্যবস্থা করছে সরকার।
নতুন এই আইনটি এখনো কার্যকর করা হয়নি, তবে কবে থেকে কার্যকর হবে সে ব্যাপারে সুইজারল্যান্ডের পার্লামেন্ট এখনও কোন সিদ্ধান্ত দেয়নি। পার্লামেন্ট থেকে জানানো হয়েছে, এই আইন ফেডারেল আইনের ক্ষেত্রে কোনো সমস্যা করবে না।