হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের আজকে অনেকদিন পরে পোস্ট করতে বসলাম।

আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি।

আজকের পোস্টের টাইটেল দেখে হয়তো বা বুঝে গেছো আজকের পোস্টটি কি নিয়ে হতে যাচ্ছে।

তো এই বিষয়ে আমি আর বেশি কথা বলবো না শুরু করা যাক।

আজকে আমি আপনাদের সাথে একটি পিডিএফ পাসওয়ার্ড রিমুভার সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি।

এটি কোন  ক্র্যাক সফটওয়্যার না , আপনারা এই সফটওয়্যারটি অফিশিয়ালি এক বছরের লাইসেন্স এর সাথে ডাউনলোড করতে পারবেন।

তো সম্পূর্ণ পোস্টে আমি এই প্রসেসটি আপনাদেরকে দেখাবো।

সর্বপ্রথমে নিচের লিংকে চলে যাব আমরা।  এবং সেখান থেকে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে নেব দেখানো স্ক্রিনশট মতাবেক।

ডাউনলোড পেজ লিংক

 

আপনি উপরের ডাউনলোড লিংকে ক্লিক করলে স্ক্রিনশট এর মত একটি পেজ দেখতে পারবেন.

এখন আমরা এখান থেকে ফ্রিতে লাইসেন্স নিব তাই আমরা ডান পাশে আমাদের নাম ইমেইল এড্রেস এবং ক্যাপচা পূরণ করব তারপর সাবমিট করে দিব।

সাবমিট করার সাথে সাথেই।

একটি পপ আপ উইন্ডো আমাদেরকে দেখাবে যেখানে লাইসেন্স টি ও থাকবে।

ওকে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার লাইসেন্সটি পেয়ে গেছি।

আর হ্যাঁ এটা কপি করে রাখতে ভুলবেন না কারণ ইমেইলে হয়তোবা এই লাইসেন্সটা নাও যেতে পারে.

এখন আমাদের সফটওয়্যার টি ডাউনলোড করার পালা।

সেটি ডাউনলোড করতে নিচের স্ক্রিনশটে মার্ক করা জায়গাতে ক্লিক করবেন।

ক্লিক করার পরে নিচের মত একটি পেজ ওপেন হবে সেখান থেকে ফ্রি ভার্সন টি আমরা ডাউনলোড করব।

এবার সফটওয়্যারটি ইন্সটল করে ওপেন করব।

ইন্সটল করার প্রসেসটা আমি দেখাইলাম না, কারণ এটা আপনারা পারবেন।

এবারে আমরা সফটওয়্যারটি ওপেন করব।

একদম টপের মধ্যে দেখতে পারবেন চাবির মতো একটি আইকন আছে সেখানে ক্লিক করবেন।

এবারে নিচের মতো পেজটি ওপেন হবে।

সেখান থেকে রেজিস্টার বাটন এর মধ্যে ক্লিক করব।

এইখানে আপনার রেজিস্ট্রেশন করা সেই ইমেইল এড্রেসটি এবং লাইসেন্স কোড প্রোভাইড করে রেজিস্টার করে নিবেন।

ওকে আমার রেজিষ্টেশন কমপ্লিট।

এখানে আমি প্রথমবার রেজিস্ট্রেশনের সময় আমার লাইসেন্স কপি করতে ভুলে গেছিলাম। তাই আমাকে দ্বিতীয়বার অন্য ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছে।

যাইহোক তারপরও কাজ করেছে।

এখন এই সফটওয়্যার এর সাহায্যে আপনারা যে কোন পিডিএফ এর পাসওয়ার্ড আনলক করতে পারবেন।

3 thoughts on "Coolmuster PDF Password Remover ফ্রিতে এক বছরের লাইসেন্সসহ ডাউনলোড করে নিন।"

  1. Mehedi Hassan Jibon Contributor says:
    Je kono zip file er passeord ki recover kora jabe/…
  2. Mehedi Hassan Jibon Contributor says:
    Je kono zip file er password ki recover kora jabe/…
    1. Somrat Ahmed Contributor says:
      mone hoy na

Leave a Reply