টুইটারে মাত্র ১৪০ অক্ষর পোস্ট করা
যায়।

কিন্তু টুইটার কর্তৃপক্ষ এমন একটি ফিচার
আনার পরিকল্পনা করছে যাতে এক
টুইটে
১০ হাজার অক্ষর পর্যন্ত লেখা যাবে।
গতকাল মঙ্গলবার প্রযুক্তি বিষয়ক
ওয়েবসাইট
রি/কোড এক প্রতিবেদনে
জানিয়েছে,
এ বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ মার্চ
মাসের শেষ দিকে টুইটারে এই
ফিচারটি
যুক্ত হতে পারে।

তবে এ বিষয়ে
আনুষ্ঠানিকভাবে কোনো
ঘোষণা
দেয়নি টুইটার কর্তৃপক্ষ।

টুইটারের প্রধান
নির্বাহী জ্যাক ডরসি টুইটারের নতুন
ফিচার নিয়ে কাজ করছেন বলে
প্রযুক্তি
বিশ্লেষকেরা ধারণা করছেন।

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, আয় ও
ব্যবহারকারী বাড়ানোর হিসেবে
যথেষ্ট চাপে আছে টুইটার। গত বছর
অর্থাৎ
২০১৫ সালটি টুইটারের ভালো
যায়নি।

বছর টুইটার ব্যবহারকারী বাড়ার হার
ছিল

ধীরগতির। বর্তমানে ৩০ কোটি
ব্যবহারকারী টুইটার ব্যবহার করছেন।
তুলনামূলকভাবে ফেসবুকের অধীন
ইনস্টাগ্রাম নামের ফটো শেয়ারিং
অ্যাপ ব্যবহারকারী ৪০ কোটি
ছাড়িয়ে।

Tajik Ahsan

4 thoughts on "টুইটে ১০ হাজার অক্ষর!"

  1. অচেনা পাখি Contributor says:
    গুড


  2. Tajik Author Post Creator says:
    tnx to all
  3. chayan Contributor says:
    নতুন নতুন সব, কার্টুন, মুভি, নাটক,
    Mp3 এলবাম, মিউজিক ভিডিও সহ |
    সব কিছু পেতে এখুনি ভিজিট করুন –
    এ kixbd.com
    kixbd.com

Leave a Reply