আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন ।

সবাই জানেন, ইন্টারনেট থেকে কোন ভিডিও, মুভি অথবা MP3 গান ডাউনলোড দেওয়াটা অনেক কষ্টকর। কারন গুগল সার্চ দিয়ে যেইসব সাইট পাওয়া যায়, বেশীর ভাগ এই থাকে না পপ-আপ বিজ্ঞাপন/Popup Ads। একটা ফাইল ডাউনলোড করলে দেখা যায় আরেকটা অ্যাপ ডাউনলোড হয়ে গেছে। তাছাড়া নানা আডাল্ট বিজ্ঞাপন দেওয়া থাকে।

তাই আমি আজ নতুন একটা বাংলাদেশি সাইট শেয়ার করব, যেটা থেকে অতি সহজে যেকোন ভিডিও, অডিও গান, মুভি, ওয়াজ ইত্যাদি যেকোন কিছু ডাউনলোড দিতে পারবেন।

যেভাবে যেকোন ভিডিও সার্চ এবং ডাউনলোড করবেন:

১. প্রথমে ToolsMash.Com যান।

২. সাইট উপর এ দেখবেন একটা সার্চ বক্স আছে, আপনার কাঙ্ক্ষিত ভিডিও অথবা অডিও এর নাম লিখে সার্চ করুন।

৩. দেখবেন আপনার কাঙ্ক্ষিত ভিডিও এর লিস্ট চলে আসছে, যেটায় ইচ্ছা, সেটায় ধুকুন, দেখবেন নিচে আপনার ঐ ভিডিও এর ডাউনলোড লিংক চলে আসছে। ডাউনলোড লিংক এ ভিডিওটির ফাইল সাইজ, ভিডিও কুয়ালিটি দেওয়া থাকবে। আপনার ইচ্ছা মত ডাউনলোড করে নিন।

যেভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন:

যে ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান তার নাম অথবা URL টি টুলসম্যাস এর সার্চ বক্সে সার্চ দিন এবং আগের স্টেপ গুল ফোলও করুন।

সাইটটি থেকে আপনি যেকোন মোবাইল ফোন এর স্পেসিফিকেশন এবং বাংলাদেশে ফোনেটির দাম জানতে পারবেন। যার জন্য সাইটের উপর এর Specs এ ক্লিক করুন। দেখবেন সব ফোন ব্রান্ড এর লিস্ট চলে আসছে।

সাইটটির কাজ এখনোও চলছে, খুব শিগ্রই অ্যান্ড্রোইড আপ এবং গেমস ডাউনলোড করার ওপশন যোগ করা হবে।

আশা করছি সাইটটি সবার ভাল লাগবে। আপনার ব্রাউজার এ সাইটটি বুকমার্ক করতে ভুলবেন না 🙂

One thought on "ডাউনলোড করুন যেকোন ভিডিও, অডিও শুধু মাত্র সার্চ দিয়ে, সাথে থাকবে ইউটিউব এর সব ভিডিও"

  1. Shahriar_naim Contributor says:
    Thanks bro. But I think Vidmate or Mobogine is the best.

Leave a Reply