মনে হতে পারে কোনো সিনেমার গল্প, কিন্তু না, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। চুরি করা সোনার চেন গিলে খেয়েছে চোর। সেই চেন উদ্ধারে মাথার ঘাম পায়ে ফেলতে হয় পুলিশকে।
শেষ পর্যন্ত এক্স-রে করে দেখা গেল, চেন রয়েছে চোরের পেটেই। প্রমাণ পাওয়ার পর মুম্বাই পুলিশ চোরের জন্য নিয়ে এল চার ডজন কলা।
এ ওষুধেই কাজ হলো শেষ পর্যন্ত।
চার ডজন কলা খাওয়ার পর অবশেষে পরের দিন সকালে সেই সোনার চেন অক্ষত অবস্থায় বের করল চোর।
ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ঘাটকোপার মাছ-বাজার এলাকায়। অভিযোগ, এক তরুণীর সোনার চেন ছিনতাই করে পালাচ্ছিল এক চোর। তরুণীর চিৎকারে স্থানীয় টহলরত পুলিশ পিছু নেয় চোরের। ধাওয়া করে পাকড়াও করা হয় চোরকে।
ধরা পড়ার ভয়ে তার আগেই আস্ত চেন গিলে ফেলেচোর। উদ্ধার হওয়ার পর এখন সেই চেন দফায় দফায় ফিনাইল জল দিয়ে ধুয়ে চলছেন তরুণী।
sing up my site
Share:
2 thoughts on "[অন্যরকম খবর] গল্প নয় বাস্তবে চোরকে ৪৮টি কলা খাইয়ে স্বর্ণের চেন উদ্ধার করল পুলিশ"