স্মার্ট বাংলাদেশ কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিন দারুন সব পুরস্কার !

 

আসসালামু আলাইকুম!

 

  • কুইজে  যারা অংশগ্রহণ করতে পারবেঃ

বয়স অনুযায়ী নিম্নোক্ত তিনটি গ্রুপে ৮-তদুর্ধ্ব বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক অংশগ্রহণ করতে পারবে

 

গ্রুপ কঃ ৮-১২ বছর

গ্রুপ খঃ ১৩-১৮ বছর

গ্রুপ গঃ ১৯-তদুর্ধ্ব বছর

 


 

  • সার্টিফিকেট ডাউনলোড

কুইজে অংশগ্রহণকারীরা ০৫ অক্টোবর সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র কুইজে অংশগ্রহণকারীগণ প্রোফাইল আপডেট সাপেক্ষে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

 


 

  • কুইজ প্রতিযোগিতার সময়

গ্রুপ কঃ ২৪ সেপ্টেম্বর

  – গ্রুপ খঃ ২৫ সেপ্টেম্বর

  – গ্রুপ গঃ ২৬ সেপ্টেম্বর

উল্লেখিত তারিখে সন্ধ্যা ৭.০০টা থেকে রাত ৯.০০টার মধ্যে যে কোনো সময় কুইজ শুরু করা যাবে। কুইজ শুরু করার পর একজন প্রতিযোগী পরবর্তী ২১ মিনিট সময় পাবে।


সর্বমোট ২১টি পুরস্কার

তিনটি গ্রুপের (ক, খ, গ) প্রত্যেকটিতে ৭জন করে সর্বমোট ২১জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।

১ম পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ১১ জেনারেশন

২য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ১১ জেনারেশন

৩য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৫, ১১ জেনারেশন

৪র্থ পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৩, ১১ জেনারেশন

৫ম-৭ম পুরস্কারঃ স্মার্ট ফোন

 


নিয়মাবলী

  1. একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
  2.  প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২১ মিনিট।
  3.  সকল প্রশ্নের মান সমান (১ নম্বর)।
  4.  সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
  5.  কম সময়ে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
  6.  চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
  7.  প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

কুইজের বিষয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ,

মুজিববর্ষ,

স্মার্ট বাংলাদেশ দিবস,

স্মার্ট বাংলাদেশ রূপকল্প,

স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ

নির্বাচনী ইশতেহার,

সকল ই-সেবা,

ভিশন ২০২১, ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২০৭১

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অর্জনসহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন ল্যাপটপ !

Video credit – #TrickBD

To participate on the quiz

https://quiz.smartbangladesh.gov.bd/

How to registration –

https://youtu.be/XUBUl-fo0pI?si=2u0MPTCpww8Z4viI

 

Thank you for visiting TrickBD .

Stay with us ?

 

4 thoughts on "স্মার্ট বাংলাদেশ কুইজ প্রতিযোগিতায় অংশ নিলে জিতবেনই ! ?? না দেখলে মিস করবেন ?"

  1. Tolon Contributor says:
    আগেই রেজিস্ট্রেশন করে রাখতে হবে?
    1. Rifat Author Post Creator says:
      Yes of course
  2. Somrat Ahmed Contributor says:
    Registration date kobe?
  3. TrickBD Support Moderator says:
    প্রায় পোস্টই কপি।
    নীতিমালা না মানলে পরবর্তীতে একশন নেয়া আবশ্যক হবে।
    পোস্ট করতে হবে নিজের ভাষায়।
    জেনে তারপর জানান।

Leave a Reply