বিদ্যা সিনহা সাহা মীম
(জন্ম ১০ নভেম্বর ১৯৯১, রাজশাহী) একজন বাংলাদেশের একজন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং মডেল।লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়।
শিক্ষা জীবন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বের ছাত্রী মিম এসএসসিতে কুমিল্লা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে “গোল্ডেন এ প্লাস” পেয়ে পাস করেন। এইচএসসিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মানবিক বিভাগে “এ” পেয়েছেন। মিমের জন্ম রাজশাহীর বাঘা থানায়, ১০ নভেম্বর; এবং তিনি বৃশ্চিক রাশির জাতিকা। বাবা সরকারি কলেজের শিক্ষক হওয়ায় বিভিন্ন জেলায় ঘুরেছেন। কিন্তুু তার কাছে তার প্রিয় জেলা হল তার জন্মস্থান রাজশাহী জেলা। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় এসেছিলেন মা-বাবার অনুপ্রেরণায়।
More Photo with Cool blog Info
A amraito.com products.
ধন্যবাদ 🙂
______________
একটু থামুন!!!
আপনি কি জানেন বাংলাদেশে এই প্রথম বেড় হলো মন মাতানো সব ভালোবাসার অনুভুতি নিয়ে অডিও ডায়ালগের Mp3 .. (যেটা অন্য কোথাও পাবেন না)
কথা দিলাম আপনার হৃদয়কে একটু হলেও ছুয়ে যাবে… (বেশি ইমোশনাল টাইপের হলে কান্নাও করে দিতে পারেন 😀 ) Trust Me!
এখানে পাবেন– LoveTune.CF
(বিঃদ্রঃ – এটা স্পাম না শুধুমাত্র তাদের উপকারের জন্য যারা এটা জানেনা …. হয়তোবা এই কমেন্টের জন্য আরেক ভাইয়ের একটু উপকার হলো! ! )