চীনের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াহুয়ে তাদের এ বছরের ফ্ল্যাগশিপ ফোন মেট ৮ বের হতে না হতেই নতুন আরেকটি ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। ফোনটির মডেল হুয়াহুয়ে পি৯।

৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের এই ফোনটিতে থাকছে ৪ জিবি র‌্যাম। তবে ৬জিবি র‌্যাম ও ব্যবহার হতে পারে বলে দাবি করছে কিছু কিছু ফোন রিভিউ ওয়েবসাইট। ফোনটির ডিসপ্লে রেজুলেশন ৪২৩ পিক্সেল পার ডেনসিটি (পিপিআই)।

হুয়াহুয়ের নিজস্ব চিপসেট কিরিন ৯৫৫ এসওসি ব্যবহার করা হবে মোবাইলটিতে। ফোনটি হতে পারে মেটাল বডির এবং এতে থাকবে বাঁকানো ডিসপ্লে। অক্টা কোর প্রসেসরের সাথে ফোনটিতে থাকবে ৬৪ জিবি বিল্ট ইন মেমোরি। অ্যানড্রয়েড মার্সম্যালো দিয়ে ফোনটি পরিচালিত হবে।

পি৯ এর ১৬ মেগা পিক্সেল রিয়ার এবং সেলফি প্রেমিদের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফোনটির ব্যাটারিতে থাকছে ২৯০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার।

সাদা, পিঙ্ক, গ্রে এবং সোনালী এই চারটি রঙে মোবাইলটি পাওয়া যাবে। ফোনটির মূল্য ৭০০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ৫৬ হাজার টাকা।
.
.

সবার প্রথমে এই পোস্টটি এখানে শেয়ার হয়ে ছিল
.
.
নতুন নতুন টিপস পেতে সময় পেলে ঘুরে আসবেন
.
.
LikeSmsBD.Ga
.

2 thoughts on "[বিজ্ঞান ও প্রযুক্তি] ৬ জিবি র‌্যামের ফোন আনছে হুয়াওয়ে!!"

  1. Karimullah Anik Contributor says:
    Phone er j configuration tate 56 tk dam hoy na. Sudhu ram e besi.r sob kicu to ekhn 10 tkr phone ei paoa jay
  2. Karimullah Anik Contributor says:
    5.2 inch display te 2900 mah bttry 2 din jabe bole to mone h0yna

Leave a Reply