শীত চলে গিয়ে বসন্ত এসেছে প্রকৃতিতে। শীতের রুক্ষতা ফাগুনের শুরুতেই রূপ নিয়েছে শুষ্কতায়। গাছের পাতা থেকে শুরু করে ঘরের কড়িকাঠ সবই আছে তেতে।

সব কিছুই সহজদাহ্য হয়ে আছে। মুহূর্তের অসাবধানতায় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সর্বনাশা আগুনের গ্রাসে যেতে পারে ঘর-বাড়ি, আসবাব। ঘটতে পারে প্রাণহানীর মতো ঘটনা।

তাই এই ফাগুনে আগুন থেকে সাবধান থাকতে হবে। তবে দুর্ঘটনা যেহেতু যখন তখন ঘটতে পারে তখন সাবধানতার পাশাপাশি কিছু প্রস্তুতি নিয়েও রাখতে হবে। যেমন সব সময় একটা বালতিতে কিছু পানি সংরক্ষণে রাখুন, একটা বালতিতে কিছু পরিমাণ বালি সংরক্ষিত রাখুন। এগুলো তাৎক্ষণিক ভাবে লেগে যাওয়া আগুন নিভিয়ে ফেলতে সাহায্য করবে।

সেই সাথে কাছের ফায়ার সার্ভিসের ফোন নম্বর সব সময় হাতের কাছে রাখুন বা মুখস্ত রাখুন। প্রযুক্তির বিকাশের এই যুগে একটা টেলিফোন করা কোনো কষ্টের কাজ না। কিন্তু নম্বরটা সব সময় পাওয়া যায় না।

তাই আজকে আপনার কাছের ফায়ার সার্ভিসের ফোন নম্বরসহ সারা দেশের ফায়ার সার্ভিসের ফোন নম্বর দেওয়া হলো

নম্বর পেতে ক্লিক করুন এখানে পিডিএফ ফাইল 

আমার সাইট ঃ 24TuneBD.TK

One thought on "সারা দেশের ফায়ার সার্ভিসের ফোন নম্বর"

  1. Rabby sami Contributor says:
    admin vai tuner koren
    pls post goli porono hoy
    jacche Pending a
    ache.

Leave a Reply