বিশ্ব বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার প্রধান নির্বাহী রাজীব সুরি বলেন, ‘২০২০ সালের মধ্যে ৫জি নেটওয়ার্কের প্রয়োজনীয়তার ভিত্তিতে মোবাইল সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া পরবর্তী প্রজন্মের ৫জি তারহীন নেটওয়ার্কের সরজ্ঞাম নির্মাণের কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যেই অনেক শিল্প প্রতিষ্ঠানে নেটওয়ার্ক উন্নতির কাজ শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নকিয়া ৫জি টেকনোলজি নিয়ে কাজ করতে পরিকল্পনা করেছে ২০১৬ সালে। আর ২০১৭ সালের মধ্যে ৫জি নেটওয়ার্কের সরঞ্জাম বিক্রি করতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি।’

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সুরি ঘোষণা দেন, ‘৫জি নেটওয়ার্ক আমাদের প্রত্যাশার চেয়েও বেশি গতি প্রদান করবে। এর গতি আমাদের অবাক করে দেবে। পুরোনো মোবাইল সরঞ্জাম চক্র বিগত ‘বিগ ব্যাঙ’ রোলআউটের বিপরীতে কাজ করে। ২০১৮ থেকে ২০১৯ এর মধ্যে ৫জি নেটওয়ার্ক সমর্থন দেয়ার জন্য সরঞ্জাম উন্নতির কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।’

সুরির মতে, ‘২০১৭ থেকে ২০২০ এর মধ্যে ৫জি নেটওয়ার্কের বিপ্লব শুরু হবে সারা পৃথিবীতে। ৪জি সরঞ্জামের চাহিদার ভিত্তিতে ২০১৫ সালে চীন ব্যাপকভাবে নেটওয়ার্ক সরঞ্জাম উৎপন্ন করে। অনেক গবেষক তখন চিন্তা করেছিল নকিয়া ৪জি নেটওয়ার্ক প্রকল্পে না গিয়ে পিছিয়ে গিয়েছে। কিন্তু ৫জির দশক শুরু হতেই নেতৃত্ব দেবে নকিয়া।’

২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্কে যেভাবে ভয়েস কল, বার্তা, চিত্র, ভিডিও আদান প্রদানে বিপ্লব সাধিত করেছে সেভাবে ৫জি কার, শহর, পরিকল্পনা এবং কৃষি ক্ষেত্রে বিশাল পরিবর্তন সাধিত করবে। নতুন এই নেটওয়ার্কের নাম হবে ‘ইন্টারনেট অব থিঙ্ক।’

উল্লেখ্য, ১৫.৬ বিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যালকেটেল লুসেন্ট কিনে নিয়েছিল নকিয়া। ৯০০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করে নকিয়া নেটওয়ার্ক সরঞ্জামাদি নির্মাণ করে ২০১৮ এর মধ্যে বাজারে ফিরে আসবে।

.
.
সবার প্রথমে এই পোস্টটি এখানে শেয়ার হয়ে ছিল

.
.
নতুন নতুন টিপস পেতে সময় পেলে ঘুরে আসবেন
.
.
LikeSmsBD.Ga
.

Leave a Reply