আসসালামু আলাইকুম

 

ক্যালকুলেটর তো সবাই চেনে । যোগ বিয়োগ গুন ভাগ সবাই করতে পারে। তবে আজকালকার ক্যালকুলেটর শুধু এতোটুকুতেই সীমাবদ্ধ নয় । তবে অনেক গুরুত্বপূর্ণ function সবাই জানে না । যার কারণে অনেক সময় নষ্ট হয় পরীক্ষার hall এ । আমরা সবাই জানি সময় কতটা important।

 

 

আমি যে tricks গুলো শেখাবো সেগুলো হলো :

* যেকোনো সাইন্টিফিক ক্যালকুলেটর এর জন্যই প্রযোজ্য।

 

1। ক্যালকুলেটর এর মাধ্যমে ইকুয়েশন সলভ

 

 

ক্যালকুলেটর এর মাধ্যমে ইকুয়েশন সলভ :

 

 

যেকোনো equations যেমন

 

(5*x)+6/3==564

 

 

যেখানে একটা variable এর মান বের করতে হবে । সেটা করতে ;

 

প্রথমে ইকুয়েশন ত উঠানো ক্যালকুলেটর এ ।

 

 

Alpha + যেকোনো একটা variable button চাপলে ভ্যারিয়েবল ইনপুট নিবে ।

 

 

 

 

তারপর alpha + calc চাপ দিলেই ইকোয়াল সাইন চলে আসবে । তারপর পরের এক্সপ্রেশন  লিখি

 

 

নেক্সট step shift +solve এ ক্লিক করলে x? 0 অথবা আগের সেট করা ভালুর  দেখাবে ।। আমাদের এটার দরকার নাই  ।

 

 

পরে আবার shift + solve ক্লিক করলে x এর simplified ভ্যালু। দেখাবে ।

 

মনে রাখবেন দুইবার সলভ এ ক্লিক করতে হবে।

 

 

এই পার্ট এ ২ দিনের ৫ টা কমেন্ট আসলে তবেই নেক্সট পার্ট দিবো ।

 

 

আজ এই পর্যন্ত ।

 

যেকোনো সমস্যা সাইবার সিকিউরিটি বা Hsc পর্যন্ত math relate কোনো সমস্যা থাকলে আমাদের গ্রুপ এ বলতে ভুলবেন না ।


Group link : –

https://t.me/unknownintellect

 


Till next time ।

– mr polite

 

3 thoughts on "(পার্ট 1) ক্যালকুলেটর tricks যেটা প্রতিটি student এরই must জানা উচিত exam hall এ সবার থেকে fast হওয়ার জন্য । "

  1. mjhasan Contributor says:
    ধন্যবাদ, কোন অ্যাপ এটি?
    1. Mr. Polite(θ‿θ) Author Post Creator says:
      Scientific calculator. But er theke bhalo Ekta app ase review dbo in Sha Allah . Thanks for commenting
    2. mjhasan Contributor says:
      অবশ্যই দেবেন, ভালোবাসা রইল অফুরন্ত, ❤️

Leave a Reply