আজকের দিনে মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিক্স জিনিস ছাড়া একটা দিনও চলে না। প্রতিটা মুহূর্তে আমাদের লাগে এই জিনিসগুলো। আর ইলেকট্রনিক্স পণ্যই হোক অথবা মোবাইল ফোন, স্যামস্যাঙ আর সোনি এই দুটো কোম্পানিই মানুষের কাছে খুবই জনপ্রিয়। দুনিয়াজোড়া লাখো লাখো ফোন বিক্রি হয় প্রতিবছর এদের। সঙ্গে ইলেকট্রনিক্স পণ্যও। আপনার বাড়িতেও হয়তো আছে এই দুই কোম্পানির জিনিস।

কিন্তু কখনো ইচ্ছে হয়েছে কি, সোনি বা স্যামসাং এই দুটো শব্দের মানে কী? জানা আছে কি আপনার? যদি জানা না থাকে, তাহলে জেনে নিন। অন্যকে বলতে পারবেন। সোনি এই লাতিন শব্দের ইংরেজি মানে হল সাউন্ড। আর স্যামস্যাং এই শব্দের মানে হল তিন তারা। স্যাম শব্দের অর্থ হল তিন। আর স্যাং শব্দের অর্থ হল তারা। কী কেমন লাগছে এবার জেনে? বন্ধুদের শেয়ার করুন।

এই তথ্যটি নেওয়া হয়েছে ‘অসাধারণ জ্ঞান’ নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।

সূত্র: কলকাতা

One thought on "জানেন কি সোনি আর স্যামস্যাঙ শব্দের মানে কী?"

  1. mohsin244 Contributor says:
    Thanks…

Leave a Reply