অ্যাপলের পর এবার ফোন পরিবর্তনের সুযোগ নিয়ে এসেছে দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়ায় তারা এই সুযোগ চালু করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা দক্ষিণ কোরিয়ায় একটি ফোন আপগ্রেড প্রোগ্রাম চালু করবে। এতে শুক্রবার থেকে বাজারে আসা গ্যালাক্সি এস৭ মডেলের ফোনগুলোর যে কোনো একটি কিনতে আগ্রহী এমন ক্রেতারা স্যামসাং কার্ড-এর মাধ্যমে একটি ২৪ মাসের কিস্তি পরিকল্পনার প্রোগ্রামে সাইন আপ করতে পারবেন।

এর গ্রাহকদের ফোনের মূল্যের সঙ্গে মাসিক সাবস্ক্রিপশন ফি হিসেবে ৭,৭০০ ওয়ান (৬.৩৫ ডলার) পরিশোধ করতে হবে। এই প্রোগ্রামে নতুন ফোন কেনার ১২ মাস পর তা বদলে নতুন একটি গ্যালাক্সি এস বা গ্যালাক্সি নোট নিতে পারবেন।

বৈশ্বিক স্মার্টফোন বাজারের মন্থরগতির কারণে স্যামসাংসহ অন্যান্য ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর এ ধরনের প্রোগ্রাম চালু করা দরকারি হবে বলে মনে করেন কিছু বিশ্লেষক।

দক্ষিণ কোরিয়ার পর যুক্তরাজ্যেও স্যামসাং একই ধরনের একটি প্রোগ্রাম চালু করছে। তবে, এ সুবিধা অন্যান্য দেশেও চালু করা হবে কিনা সে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply