Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » ধর্মশালায় বাংলাদেশের পতাকা বুকে জড়িয়ে টাইগারদের জন্য কাঁদলেন এক ভারতীয

ধর্মশালায় বাংলাদেশের পতাকা বুকে জড়িয়ে টাইগারদের জন্য কাঁদলেন এক ভারতীয

হৃদয়ে তার বাংলাদেশ। টাইগারদের সমর্থনে
স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। লাল-সবুজের জার্সি
গায়ে ও বুকে বাংলাদেশের পতাকা জড়িয়ে
ধর্মশালার স্টেডিয়ামে যান তিনি।
মায়ের দোয়া নিয়েই স্টেডিয়ামে গিয়েছেন
তিনি। মা বলেছিলেন বাবা দেখিস স্টেডিয়ামে
বাংলাদেশের কাউকে পাও কিনা।
বিশেষ করে বরিশালের তোর বাবার এলাকার
কাউকে পাও কিনা। চোখের পানি ধরে রাখতে
পারেননি তিনি। খুব বেশি একটা দর্শক সমাগম হয়নি
বাংলাদেশ ও নেদারল্যান্ডের ম্যাচে।
এই যুবকের নাম বিক্রম। জন্মেছিলেন বরিশালের

উজিরপুরের গ্রামে। তার তিন বছর বয়সে তার
পরিবারটি বাংলাদেশ ছেড়ে গিয়ে কলকাতাবাসী হয়।
স্টেডিয়ামের এক কোনে বসে টাইগারদের
খেলা দেখেছিলেন আর কাঁদছিলেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায় তার পরিচয়। বিক্রম বলেন,
ভারতে থাকলেও তার মন থাকে বাংলাদেশে।
বাংলাদেশের খেলা দেখতে আমি খুব
ভালোবাসি। আমি মন থেকেই টাইগারদের
সাপোর্ট করি। বিক্রম জানান, ৪২০ টাকা দিয়ে টিকিট
কিনে খেলা দেখতে আসা আমার।
এর আগে মা বারবার বলেছেন দেখিস তোর
বাবার এলাকার কারও সাথে সাক্ষাৎ হয় কিনা। প্রসঙ্গত,
বাংলাদেশ থেকে বিক্রমের পরিবারের মত
ভারতে পাড়ি দেয়া বাংলাদেশিরা অনেকটাই অবহেলার
শিকার সেখানে।
বিক্রম জানান, ভারতের হিন্দুরা দেশত্যাগ করে
সেখানে যাওয়া বাংলাদেশিদের বাঙ্গাল বলে
ডাকে। অপেক্ষাকৃত নিচু জাতের বলেই ধরা হয়
তাদের।
খুব বেশি যাদের অর্থবৃত্ত নেই তারাই বেশিরভাগ
ক্ষেত্রে এমনটার শিকার বলে জানান বিক্রম।

লেখাটি ১ম প্রকাশিত হয় – BDprozukti.com এ।
8 years ago (Mar 10, 2016)

About Author (245)

Tariqul
contributor

আমি টেকনোলজি আগ্রহী একজন সাধারণ ছেলে। একাদশ-দাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পরি। আমি TrickBD-তে শিখতে এবং শেখাতে এসেছি। আমি, এই একাউন্টের মাধ্যমে যতটুকু জানি তা আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।

Trickbd Official Telegram

One response to “ধর্মশালায় বাংলাদেশের পতাকা বুকে জড়িয়ে টাইগারদের জন্য কাঁদলেন এক ভারতীয”

  1. soykot Contributor says:

    ami post.. korye… pari ma. km?? sob pending..

Leave a Reply

Switch To Desktop Version