‘তাসকিনেরটা অবৈধ হলে বুমরারটা
কেন নয়’
.
আইসিসির এ কেমন সিদ্ধার্ন্ত?
একজন বাংলাদেশী ক্রিকেট প্রেমী হিসাবে
তীর্ব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ নিজের
যোগ্যতায় এত দুর এসেছে । তাদের অগ্রযাত্রা
কেউ রুখতে পারবেনা।
আইসিসির নিয়ম হচ্ছে ১৪ দিনের মধ্যে পরীক্ষা
দিতে হবে এখন কেন তাহলে তা ৭ দিনের
মধ্যে করতে হবে।বুঝতে অসুবিধা হচ্ছে না
এসবই চক্রান্ত। আইসিসি কি করেছিল ইতিপূর্বে
সেটা আমাদের জানা আছে?
.
বামপাশে তাসকিনের ডেলিভারীর আগ মুহুর্তে
কনুই এর অবস্থান
ডানপাশে ইন্ডিয়ান ইমার্জিং ট্যালেন্ট ভুমরার কনুই এর
ভাঁজ। কত ডিগ্রিতে বাঁকছে?
.
তারপর ভুমরা সেরা। কারণ সে ইন্ডিয়ান। ইন্ডিয়ান
ক্রিকেট কাউন্সিল আইসিসির গর্বিত ইমার্জিং
ট্যালেন্ট। ধ্বজভঙ্গ আইসিসি। কলিকাতা হারবাল
নিডেড……
.
“আমার দুই বোলার গত ১২ মাস ধরে খেলছে।
আইসিসি এতদিন কিছু দেখল না? এখন কেন? নাকি শুধু
এই ম্যাচেই তারা অন্যভাবে বল করেছে?
আইসিসি তাদের বোলিং একশন নিয়ে প্রশ্ন
তুললে, আমিও আইসিসির একশন (কর্মকান্ড) নিয়ে
প্রশ্ন তুলতে পারি।”
– চন্ডিকা হাতুরেসিংহ (কোচ, বাংলাদেশ টিম)
Well said Sir!
.
বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার পায়তারা করছে
আইসিসি নামক ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল.. বোলিং
বোলারদের জন্য.? নাকি এটাও আইসিসির নীতি
যে পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ,
বাংলাদেশী কোনো বোলার ভাল বল করলেই
তার বিরুদ্ধে অ্যাকশনের অভিযোগ
বাধ্যতামূলক…?? বোলিং একশন যদি অবৈধ হয়ে
থাকে তাহলে তা একমাত্র অশ্বিনের হওয়া উচিত..
.
একটা অঞ্চলিক প্রবাদ আছে, কর্তার পাদের গন্ধ নাই
So, তালগাছ কলিকাতা হারবালের পক্ষেই হবে