বাংলাদেশের ম্যাচ হলেই এখন
অবধারিতভাবে চলে আসে মুস্তাফিজুর
রহমানের প্রসঙ্গ। খেললেও আলোচনায়
মুস্তাফিজ, না খেললেও আলোচনায়। শুধু
নিজের দলের ভেতরেই নয়, প্রতিপক্ষের
গেম প্ল্যানেরও একটা বড় মনোযোগ যে
মুস্তাফিজের ওপরেই থাকে তা বোঝা
গেল আবার। কালকের বাংলাদেশ-ভারত
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আজ
এসেছিলেন ভারতের আশিস নেহরা।
মুস্তাফিজের বোলিং-প্রতিভাকে তিনি
বললেন ঈশ্বরের উপহার! নিজেও বাঁ-হাতি
মিডিয়াম পেসার বলেই কিনা না,
মুস্তাফিজের প্রশংসা করতে কার্পণ্য
করেননি একটুও।

অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটিতে
শতভাগ ফিট না হয়েই খেলতে নেমেছিলেন
মুস্তাফিজ। তারপরও বলের তেজ এতটুকু
কমেনি। নিয়েছেন দুটো উইকেট।
বেঙ্গালুরুর মাঠে কাল এমন অনেকেই
ছিলেন যারা মুস্তাফিজের বোলিং-জাদু
আগে দেখেনি। মুগ্ধ হয়েছেন তারাও। সেই
মুগ্ধ হওয়াদের দলে হয়তো নেহরাও ছিলেন।
মুস্তাফিজের এই দারুণ প্রতিভাকে তিনি
বললেন ‘গড গিফটেড’। অন্য যেকোনো বাঁ-
হাতি পেসারদের চেয়ে বাংলাদেশ দলের
এই তরুণকে আলাদা করেই রাখছেন তিনি।
বলেছেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য
মুস্তাফিজ দারুণ ফর্মে আছে। তার
স্লোয়ার বলগুলো ঈশ্বর প্রদত্ত। চমৎকার
অ্যাকশন। টি-টোয়েন্টি এবং ওয়া​নডেতে
তার সামনে দারুণ ভবিষ্যৎ অপেক্ষা
করছে।’
প্রতিপক্ষের বোলার ভালো করলে সেটা
উল্টো কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলার
কথা। কিন্তু মুস্তাফিজকে নেহরার উচ্ছ্বাস
বিস্ময়কর। কে জানে, আইপিএলে
মুস্তাফিজ তাঁর সতীর্থ বলেই কিনা না!
সানরাইজের হায়দরাবাদের হয়ে মাঠে
নামবেন দুজনই। নেহরার আশা, সেখানেও
মুস্তাফিজের দারুণ টেকনিক আর ফর্মের
সহায়তা পাবে তার দল।
Download recently released Hollywood blockbuster Animated film “Kung Fu Panda 3” Full movie in 3GP, MP4 & HD AVI

Leave a Reply