মুস্তাফিজুর রহমানের বিষয়ে একটি তথ্য
শুনলে অবাক হতে হবে যে কাউকে।
নিয়ম নীতির কথা বললে মুস্তাফিজের জন্ম
হওয়ার কথাই নয়। মুস্তাফিজ ইস্যুতে একটি
বিষয়ে হৃদয়ে নাড়া দেয়ায় লিখতে আগ্রহ
প্রকাশ করলাম কিছু একটা।
আসি আজকের (বুধবার) ম্যাচের প্রসঙ্গে।
ভারতের বেঙ্গালুরুতে দেশের হয়ে খেলতে
নামবেন মুস্তাফিজ। বর্তমান চ্যালেঞ্জিং
ক্রিকেটে বাংলাদেশের আশা ভরসার
নাম মুস্তাফিজ।
হীনকায় এক শরীরের লিকলিকে যুবক
মুস্তাফিজ। পেরে ওঠেন না নিজের
শরীরের সাথে। একটু বেশি পরিশ্রম হলে
ক্লান্ত হয়ে যান অনেকটাই।
টি-টোয়েন্টি ফরমেটে সর্বোচ্চ ৪ ওভার বল
করার সুযোগ পান বলে অনেকটা স্বস্তি।
লংগার ভার্সনে মুস্তাফিজকে খেলাতে
হলে তার শরীর ও স্বাস্থ্য নিয়ে ভাবতে
হবে বিসিবিকে।
মনে পড়ে যায় বিসিবি সভাপতি নাজমুল
হাসান পাপনের একটি উক্তি।
পাকিস্তানের সুপার লিগে মুস্তাফিজের

সুযোগ হওয়ায় খেলতে যাওয়ার ইস্যুতে
তিনি বলেছিলেন, ওর যে শরীর এর পরে
আবার পিএসএল।
মুস্তাফিজকে ফিট করার জন্য সে সময়
প্রচেষ্টায় ছিল বিসিবি। বাংলাদেশের
রিক্সাওয়ালাও ক্রিকেট বুঝে। এখানের
অবাল বৃদ্ধ-বণিতা সবাই ভালো করে জানে
মুস্তাফিজ আসলে কে?
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট
উপহার দিয়ে ভক্তদের হৃদয়ে আরেকবার
যায়গা করে নিয়েছেন মুস্তাফিজ। এই
মুস্তাফিজ খেলবেন ভারতের বিপক্ষে।
মুস্তাফিজ ভারতীয় ব্যাটসম্যানদের
বিপক্ষে ভালো কিছু একটা করুক। বিগ বিগ
ব্যাটসম্যানদের আউট করে দলের জন্য
ব্রেক থ্রু এনে দিক।
এই আশা অনেকেরই। একটি যৌক্তিক বিষয়
ভাবতে বাধ্য করল আমাকে। আর সেটি
হলো মুস্তাফিজের জন্ম নিয়েই।
বাংলাদেশে একটি শ্লোগান রয়েছে,
ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই
যথেষ্ট। অনেক আধুনিক শিক্ষিত বন্ধুদের
মুখে আমি বলতে শুনি একটি হলে আরও
ভালো।
তবে মুস্তাফিজের বাবা-মা যদি এই
শ্লোগানধারী হতেন তবে কিন্তু আমরা
তাকে পেতাম না। সাতক্ষীরা জেলার
কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের
কৃষক আবুল কাশেম গাজী ও মাহমুদা
খাতুনের ছয় সন্তানের মধ্যে সবার ছোট
মুস্তাফিজ।
মুস্তাফিজের বাবা-মা অশিক্ষিত পাড়া
গাঁয়ের মানুষ। আবুল কাশেম পেশায় কৃষক।
মুস্তাফিজকে ছোট বেলায় ভর্তি করান
বরেয়া জিলানী মাধ্যমিক বিদ্যালয়ে।
স্কুল পালানো ও বাবা-মায়ের অবাধ্য
মুস্তাফিজের কারণেই এখন আর মাঠের
কাজটা করতে হয় না তাকে।
স্কুল পালিয়ে জীবনে কেউ কেউ অনেক বড়
উপাখ্যান রচনা করেছেন। মুস্তাফিজ হতে
যাচ্ছে সে রকম একটি ইতিহাস।
(লেখক-সাংবাদিক ও ক্রীড়া বিশ্লেষক)

Leave a Reply