কাজের কথায় আসি
Root করার কারণ
Root করার কারন হল কিছু হ্যাকিং অথবা
কোন এপস এর জন্য রোট পারমিশন লাগে
তাই রোট করা হয় সাধারনত।
Root করাটি কি ঠিক?
না প্রিয় ব্লগ আপনাকে রিকোমেন্ড
করবে রোট না করার।
কেন রোট করব না?
অনেকেই তার স্মার্টফোন কে যত্ন এবং
ভালবাসেন তাই না?

ভালবাসেন না?
তাহলে রোট করবেন না করবেন এইটা
আপনার উপর ডিপেন্ট করবে।
ওকে!
যারা ভালবাসেন চান না ফোনে কোন
রকম সমস্যা হোক তারা রোট করবেন না !
তাদের জন্য প্রিয়.গা ব্লগের পরামর্শ।
রোট করার মাধ্যমে আপনার ফোন ৫০%
নষ্ট
হয়ে গেছে এইটা মনে করতে হবে!
ভিবিন্ন বললে হবে প্রায় সব ফোন
কম্পানি রোট এর মাধ্যমে Hardware
প্রবলেম হলে তার দায়ী নয়।
আর যেসব এপস রোট পার্মেশন চাই তা না
চালালে কি হবে না?
রোট থেকে বিরত থাকুন।

Download Batman VS Superman full movie in 3gp, mp4 & PC AVI

3 thoughts on "ফোন Root করে কোন ভুল করছেন নাতো?"

  1. Shadhin Author says:
    Tariqul ভাই রুট করলে কি যে করা যায় সে সম্পর্কে মনে হয় আপনার কোন আইডিয়া নাই, থাকলে বলতেন না।
  2. MD Jahid Hasan Contributor says:
    Tariqul ভাই রুট করলে কি যে করা যায় সে সম্পর্কে মনে হয় আপনার কোন #ধারনাই নাই, থাকলে বলতেন না……..
  3. Rumon Deb Author says:
    Onek Age Korchi Problem Hobe Naki?

Leave a Reply