অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনে কণ্ঠের মাধ্যমে আদেশ (ভয়েস কমান্ড) দিয়ে অনেক কাজ যে করা যায়, তা মোটামুটি সবারই জানা। তবে সে কাজগুলো করতে নির্দিষ্ট রীতি মেনে যে আদেশ দিতে হয়, তা অনেকেই জানেন না। আর তাই গুগল অ্যাপটির পুরোপুরি সুবিধা নিতে পারছেন না অনেক ব্যবহারকারীই। এখানে মনে রাখা দরকার, আদেশগুলো দিতে হবে ইংরেজিতে। তা ছাড়া উচ্চারণের গরমিলের কারণে অনেক সময় সে আদেশ স্মার্টফোন না-ও গ্রহণ করতে পারে। তবে প্রতিবার আদেশ দেওয়ার আগে ‘OK Google’ বলতে হবে।
সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া আদেশগুলোর একটা তালিকা দেওয়ার চেষ্টা করা হলো এখানে। এর বাইরেও আরও অনেক আদেশেই কাজ করে গুগল অ্যাপ।
 Open [অ্যাপের নাম]। উদাহরণ: ‘Open Gmail’
 Go to [ওয়েবসাইট]। উদাহরণ: ‘Go to BBC.com’
 Call [কনট্যাক্ট নাম]। উদাহরণ: ‘Call Mom’
 Text অথবা Send text to [কনট্যাক্ট নাম]। উদাহরণ: ‘Text Wife I’m running late.’
 Email অথবা Send email। উদাহরণ: ‘Email Wife subject Hi message I’m running late, sorry.’ একইভাবে সিসি এবং বিসিসি যোগ করা যাবে।

 Create a calendar event অথবা Schedule an appointment। উদাহরণ: ‘Create appointment Go on a walk tomorrow at 10 a.m.’
 Set an alarm for [নির্দিষ্ট সময়]। উদাহরণ: ‘Set alarm for 10 a.m.’ অথবা ‘Set alarm for 20 minutes from now.’
 Note to self [নোটের বিষয়বস্তু]
 Send Hangout message to [কনট্যাক্ট নাম]
 Remind me to [কোনো কাজের নাম]। উদাহরণ: ‘Remind me to get dog food at Target.’
 Show me my pictures from [অবস্থান]। উদাহরণ: ‘Show me my pictures from Dhaka.’
 Show me my calendar
 When’s my next meeting?
 Post to Twitter অথবা Google+
 Show me [অ্যাপের বিভাগ] apps। উদাহরণ: ‘Show me gaming apps.’
 Show me emails from [কনট্যাক্ট নাম]
সূত্র: সিনেট

Leave a Reply