সাধারণ বেগে চলা ঝড় কয়েক ঘণ্টা একটানা চললে লণ্ডভণ্ড হয়ে যায় পৃথিবীর অনেক দেশ। ঝড়ের বেগ যদি ঘণ্টায় ২৫০ কিলোমিটার উঠে যায় তাহলে আধ ঘণ্টা চললেই যথেষ্ট। ধংসযজ্ঞ হয়ে যাবে সেই এলাকায়। কিন্তু ঝড়ের গতিবেগ যদি ঘণ্টায় এক হাজার কিলোমিটার হয়, তার ভয়বহতার কথা ভাবনার অতীত।

এই বেগে ঝড় এক মিনিট হলেই যথেষ্ট! মহাপ্রলয় বয়ে যাবে বয়ে যাবে পৃথিবীতে। ভাগ্যিস ঝড়টা পৃথিবীর কোথাও নয়।বৃহস্পতির বুকে হাজার কিলোমিটার বেগে বয়ে চলেছে শক্তিশালী ধূলিঝড়। এবং সেটা ৩০০ বছর ধরে চলছে একটানা।

বৃহস্পতির দক্ষিণ মেরুর দিকে লালরঙের চোখের মতো একটা চিহ্ন দেখা যায়। ওটা আসলে একটা ধূলিঝড়। ১৬৫৫ সালে জ্যোতির্বিদরা এই ঝড়টি আবিষ্কার করেন। তখন থেকে একটানা এটা বয়ে চলেছে। এক মুহূর্তের জন্য থামেনি।

বিজ্ঞানীরা অনুমান করেন আবিষ্কারের বহু বছর আগে থেকেই একটানা বয়ে চলেছে এই ঝড়। ঝড়টা যে জায়গা জুড়ে চলছে তার আয়তন পৃথিবীর আয়তনের প্রায় দ্বিগুণ। ভাবা যায়!

ভাগ্যিস বৃহস্পতির বুকে প্রাণের চিহ্ন নেই। থাকলে এই ঝড়ের কবলে পড়ে কী দশা হত, সেটা কল্পনাও করা যায় না।

Leave a Reply