বিশ্বজুড়ে স্মার্টফোনের নিরাপত্তা নতুন করে ভাবাচ্ছে সাইবার বিশেষজ্ঞদের। জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড প্লাটফর্মে আগের বছরের চেয়ে ম্যালওয়্যার আক্রমণ দ্বিগুণ বেড়েছে। সম্প্রতি নিরাপত্তা সফটওয়্যার কোম্পানি ট্রেন্ড মাইক্রোর বার্ষিক নিরাপত্তা প্রতিবেদনে এমন তথ্যই বেরিয়ে আসে। ২০১৬ সালে স্মার্ট প্রযুক্তিপণ্য হ্যাকিংয়ের ঘটনা আরো বাড়বে বলে সতর্ক করা হয়েছে। ট্রেন্ড মাইক্রোর প্রতিবেদনে ব্যাপকভাবে ব্যক্তিগত নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কা করা হয়েছে। মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ম্যালওয়্যার বেড়ে যাওয়াকেই এ জন্য দায়ী করা হচ্ছে।

স্মার্ট প্রযুক্তির বিবর্তনের সাথে তাল মিলিয়ে শক্তিশালী হয়ে উঠছে বিভিন্ন ম্যালওয়্যার। অপারেটিং সফটওয়্যারের সূক্ষ্ম বাগ ব্যবহার করে এ ধরনের ম্যালওয়্যারের মাধ্যমে তথ্য হাতিয়ে নেয়া হচ্ছে। এ ধরনের ম্যালওয়্যারের মাধ্যমে স্মার্ট ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া সম্ভব। ব্যবহারকারীর অজান্তেই ডিভাইস রিবুট, ব্যাটারি ড্রেইনিং, এমনকি সব ধরনের তথ্যে প্রবেশ করা সম্ভব। ট্রেন্ড মাইক্রোর প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট অব থিংস (আইওটি) পণ্যের বাজার প্রসার লাভ করছে দ্রুত। কিন্তু এ ধরনের পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এখনো কার্যকর কোনো সলিউশন নেই। বিভিন্ন ধরনের ম্যালওয়্যার আক্রমণ ঠেকাতে ডেভেলপারদের আইওটি পণ্যের নিরাপত্তায় বেশি মনোযোগ দেয়া উচিত।

Leave a Reply