প্রথমে এক ফালি হয়ে ‘জন্ম’
নেয় চাঁদ। পরে তা ধীরে ধীরে বড়
হতে থাকে। ১৫ দিনেই তা পূর্ণতা
লাভ করে, যাকে বলে পূর্ণিমা। আর
এই পূর্ণিমার দিনই চাঁদকে সবচেয়ে
বড় লাগে।
আজও আকাশে দেখা যাবে
পূর্ণিমার চাঁদ। কিন্তু এই পূর্ণিমায়
চাঁদটাকে একটু উদ্ভুত দেখাবে।
মানে সাধারণভাবে পূর্ণিমার
চাঁদে যে আয়তন হয় তার থেকে ছোট
দেখাবে। দেখে যেন মনে হবে
পৃথিবী থেকে অনেক দূরে চলে
মূলত ১৫ বছর পর পর দেখা যায় এই ‘মিনি
মুন’। যে কক্ষপথকে কেন্দ্র করে চাঁদ
নিজের চারিদিকে ঘুরতে থাকে
আজ সেই কক্ষপথের সবচেয়ে দূরবর্তী
স্থানে পৌঁছবে সেটি। ফলে
পৃথিবী থেকে চাঁদকে দেখতে
লাগবে সাধারণ আয়তনের থেকে
অনেক ছোট।
২২ এপ্রিল রাত ১০টা ৫ মিনিটে
দেখা যাবে ‘মিনি মুন’। এ বছরেরই শুরু
দিকে পৃথিবীর সবচেয়ে কাছে
এসেছিল চাঁদ। ফলে দেখা
গিয়েছিল ‘সুপার মুন’।
আজকের ‘মিনি মুন’ সেই ‘সুপার মুন’র
চেয়ে ১৪ শতাংশ ছোট দেখা
যাবে। এরপর আবার ‘মিনি মুন’ দেখা
১০ ডিসেম্বর। কে জানে এতোদিন পর
কি হয়, তাই আজই দেখে নিন সেই
‘মিনি মুন’।
সৌজন্য : FestalBD.Com
8 thoughts on "আজ রাতে দেখা যাবে সবচেয়ে ছোট চাঁদ।"