আসসালামু আলাইকুম। 

আশা করি সকলেই ভালো আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন এর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি।

আমার আগের পোস্টেই বলেছি, আমার যেকোন ডিজাইন Re-create করতে ভালো লাগে। তাই আপনাদের জন্য আমার আজকের এই ক্ষুদ্র Re-creation টা শেয়ার করলাম। অনেকেই আমাকে ইনবক্স ও করেছিলেন এরকম একটি প্রজেক্ট ফাইল বানাইতে। কিন্তু সময়ের অভাবে বানাতে পারিনি। তাই এই ফাইলটি শেয়ার করতে দেরি হয়ে গেল। 

অনেকেই বলতে পারেন, এরকম ডিজাইন Youtube এ হাজার হাজার রয়েছে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। অনেক ভিডিও আছে এটা নিয়ে। তবে আমি বলবো সেগুলো একটাও Real ডকুমেন্ট এর মত হবেনা। আমি অনেক plp ফাইল ডাউনলোড করে দেখেছি। কোনোটাই ফন্ট, স্টাইল, ডিজাইন মিলেনা আসল ডকুমেন্টের সাথে। কিন্তু এই প্রজেক্ট ফাইলটা আমি আমার নিজের অরিজিনাল ডকুমেন্ট দেখে দেখে যতটুকু সম্ভব বাস্তবভিত্তিক করে তুলার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবুও ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কোনো সমস্যা থাকলে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।

[ কারো কোনো ডিজাইন বা ডকুমেন্টের PLP ফাইল প্রয়োজন হলে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো।]

অনেক কথা বলে ফেললাম। এবার আসল কথায় আসা যাক।

আজকে আমার Re-create করা ডিজাইনটি হচ্ছে Dhaka Education Board এর SSC পরীক্ষার সার্টিফিকেট  ডিজাইনটি আপনারা চাইলে নিজের ইচ্ছামত Editing করতে পারবেন। চাইলে নিজের সকল তথ্য দিয়ে সম্পূর্ণ একটি সার্টিফিকেট তৈরি করতে পারবেন।

[সতর্কীকরণ: কেউ এই প্রজেক্ট ফাইলটি কোনো খারাপ উদ্দেশ্যে ব্যাবহার করবেন না। শুধুমাত্র বন্ধুদের সাথে মজা নেওয়ার জন্য ব্যাবহার করবেন। এই ডিজাইনটি কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যাবহার করলে Designer অথবা Trickbd কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী  থাকবে না] 

কিভাবে SSC Certificate তৈরি করবো? আর কি কি লাগবে?

SSC Certificate তৈরি করতে যা যা লাগবে –

  ? PixelLap অ্যাপ।

  ? SSC সার্টিফিকেট এর PLP ফাইল।

  ? প্রয়োজনীয় তথ্য।

যেভাবে SSC  সার্টিফিকেটটি তৈরি করবো-

SSC সার্টিফিকেটটি তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরন করুন –

প্রথমে PixelLap অ্যাপটি ওপেন করুন। নিচের মতো দেখতে পারবেন। তারপর নিচের ছবির মতো (থ্রি ডট) অপশনে ক্লিক করুন।

? এবার একটি লিস্ট আসবে। এখান থেকে “open .plp file” অপশনে ক্লিক করুন।


এখন নিচের ছবির মতো [.PLP] লেখার উপর ক্লিক করুন।

এই ধাপে আপনি একটু আগে যে plp ফাইলটি ডাউনলোড করছেন সেটি মেমোরি থেকে SELECT করুন।

? এবার নিচের মত “OPEN AND ADD” লেখায় ক্লিক করুন। এরপর BACK বাটনে ক্লিক করুন।

? এবার নিচের মত আসলে OK তে ক্লিক করুন।

? এই ধাপে দেখবেন সম্পূর্ণ সার্টিফিকেটটি আপনার সামনে আসবে। এখান থেকে আপনি নিচের মতো দেখানো Layer বাটনে ক্লিক করুন।

? দেখুন অনেকগুলো Layer চলে আসছে। এখান থেকে আপনার যে অপশনগুলো Edit করা প্রয়োজন সেই Layer উপর ক্লিক করে নিজের ইচ্ছামত Edit করে নিন।

? Edit করা হয়ে গেলে নিচের ছবির মতো Save আইকনে ক্লিক করুন।

? এবারে “Save as image” এ ক্লিক করুন। 

?এরপর নিচের ছবির মতো Default অপশনে ক্লিক করুন ।

? এখান থেকে Ultra সিলেক্ট করুন। Ultra সিলেক্ট না করলে সার্টিফিকেট এর কোয়ালিটি একদম নরমাল হবে। ছবি ঘুলা ঘূলা দেখাবে। তাই High Resolution এর সার্টিফিকেট সেভ করার জন্য Ultra সিলেক্ট করতে হবে।

?  এখন “Save to Gallery” তে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ। সার্টিফিকেটটি আপনার মেমোরিতে Save হয়ে গেছে।

আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ  আগামী পোস্টে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আর একটু সময় পেলে আমার সাইটটিতে ঘুরে আসবেন।

ধন্যবাদ সবাইকে।


15 thoughts on "SSC পরীক্ষার সার্টিফিকেট বানান নিজের মোবাইল দিয়েই। প্রিমিয়াম PLP ফাইল ফ্রিতেই নিয়ে নিন।"

  1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    Kindly driving license er plp file taxes share korun onek er kaje dibe
    1. Avatar photo Alimul Islam Author Post Creator says:
      Ok…share korbo…next post e.
  2. Avatar photo Official SajonBD Contributor says:
    Vai name edit kemne korbo??
    1. Avatar photo Alimul Islam Author Post Creator says:
      বিস্তারিত পড়ুন
  3. Avatar photo Somrat Ahmed Contributor says:
    server a information dear Kono way ase?
    1. Avatar photo Alimul Islam Author Post Creator says:
      না
  4. Avatar photo Arif Contributor says:
    Chittagong Board er ta den vay?
    1. Avatar photo Alimul Islam Author Post Creator says:
      চেস্টা করবো
  5. Avatar photo Sebul Ahmed Contributor says:
    Font er name ki vai?
    1. Avatar photo Alimul Islam Author Post Creator says:
      Kunta?
    2. Avatar photo Sebul Ahmed Contributor says:
      Jetate name, father name etc lekcen
  6. Avatar photo Monjiul Ahsan Contributor says:
    Ami Rajshahi board er and amr SSC certificate ta hariye gese, Apni Rajshahi board er ta dile khub upokar hoto
    1. Avatar photo Alimul Islam Author Post Creator says:
      Ok…i will try
  7. raz6900 Contributor says:
    ভাই সিরিয়াল নাম্বার তো চেন্জ হয় না
  8. FerdousZone Contributor says:
    vai JSC r ekta denn

Leave a Reply