ফুলের নাম- পেরুভিয়ান লিলি, লিলি অফ দ্যা ইনকাস বৈজ্ঞানিক নাম- Alstroemeria spp. পরিবার- Alstroemeriaceae দক্ষিণ আমেরিকা নিবাসী এই ফুলগুলো বাগানের সৌন্দর্য বাড়াতে লাগানো হয়। আমাদের দেশে এখনও আসেনি। ক্যারোলাস লিনিয়াসের ঘনিষ্ট বন্ধু Clas Alströmer এর নামানুসারে গণের নামকরণ করা হয়েছে। Alstroemeriaceae পরিবারে রয়েছে প্রায় ২০০ জন সদস্য। চারটি গণের মধ্যে Alstroemeria গণের বিশেষ খ্যাতি আছে এর সুন্দর ফুলের জন্য। Alstroemeria বা পেরুভিয়ান লিলির অনেক হাইব্রিড জাতও আছে। এই লিলি গাছগুলোর মূল টিউবার জাতীয়, যেখানে পরিচিত অন্য লিলির মূল কন্দ বা পেঁয়াজের মতো। গাছ প্রায় ১.৫ মিটার লম্বা হয়। পাতা বিপরীতভাবে সজ্জিত ও বৃন্তের দিকে মোড়ানো থাকে। নানা রঙের ফুল। ফুলে কালচে বা গাঢ় রঙের নকশা করা থাকে।

মজার মজার গল্প পরতে এখানে যান

Leave a Reply