আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আশা করছি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছেন।

আজকের পোস্টে বলবো কিভাবে MultCloud থেকে ৫০০জিবি ট্রাফিক স্টোরেজ ফ্রীতেই নিবেন লাইফটাইমের জন্য।

[আপনারা যারা জানেন না তাদেরকে বলছি, মাল্টক্লাউড হলো একটি অনলাইন পরিষেবা যা আপনাকে বিভিন্ন ক্লাউড স্টোরেজের  পরিষেবা দেয়। যেমন: গুগল ড্রাইভ, ড্রপবক্স, ওয়ানড্রাইভ, মেগা। মাল্টক্লাউড এর মাধ্যমে সহজেই একটি অনলাইন স্টোরেজ প্ল্যাটফর্ম থেকে অন্য একটি অনলাইন প্লাটফর্মে ফাইল ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। গুগল ড্রাইভ থেকে অনড্রাইভ বা অনড্রাইভ থেকে গুগল ড্রাইভে ফাইল ট্রান্সফার করতে পারবেন। সাধারণত সবাই ফাইল ট্রান্সফার করার জন্য ফাইলটি আগে ডাউনলোড করে পরে আবার রিআপলোড করেন। কিন্তু মাল্টক্লাউড এর মাধ্যমে এই কাজ সহজেই করতে পারবেন। ফাইলটি সরাসরি সেই প্লাটফর্মে ট্রান্সফার করতে পারবেন কোনো প্রকার ডাউনলোড ছাড়াই]

৫০০ জিবি ট্রাফিক স্টোরেজ নেওয়ার জন্য প্রথমেই আপনারা এই লিংকটি থেকে ওয়েবসাইট ওপেন করবেন।

মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইনআপ বাটনে ক্লিক করুন। এরপর অ্যাকাউন্টটি ভেরিফাই করে এক্টিভ করুন।

এখন লগইন বাটনে ক্লিক করে মেইল-পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

 

বুম! আপনি ৫০০জিবি ট্রাফিক স্টোরেজ ফ্রীতে পেয়ে গেছেন। ইনজয় করুন!

 

⚠️ ৫০০ জিবি ট্রাফিক স্টোরেজ বলতে আপনি ৫০০জিবি পর্যন্ত ফাইল ট্রান্সফার করতে পারবেন।

আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই।

ধন্যবাদ।

 

“নতুন নতুন টিপস এবং ট্রিকস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন করুন”

6 thoughts on "MultCloud থেকে ৫০০ জিবি ট্রাফিক স্টোরেজ ফ্রীতে লাইফটাইমের জন্য নিয়ে নিন![লিমিটেড টাইম]"

  1. Black Contributor says:
    এখানে কি ফাইল রাখা যাবে। আর কতটুকু নিরাপদ
    1. twopointzero Author Post Creator says:
      এই ওয়েবসাইটটির মাধ্যমে যেকোনো ক্লাউড প্ল্যাটফর্ম থেকে ফাইল ট্রান্সফার করতে পারবেন এবং এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট কারণ অনেক মানুষ ফাইল ট্রান্সফার করার জন্য এটি ব্যাবহার করে।
  2. M. M. Anik Contributor says:
    This is not for lifetime. This is only for 1 year
    1. twopointzero Author Post Creator says:
      No bro… 500GB storage for lifetime and only advanced feature for 1 year.
  3. Sodium_Chloride Contributor says:
    Google photos/Drive er file gula oikhane automatic backup neya jabe?
    1. twopointzero Author Post Creator says:
      Na

Leave a Reply