আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।

আমরা প্রায় সবাই বিভিন্ন AI চ্যাট এর সাথে পরিচিত। Chat GPT, Google Gemini, Bing AI, Claude AI এর কথা সবায় জানি। তবে এসব AI এর পূর্ণ ক্ষমতা ব্যবহার করার জন্য আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপ্সন নিতে হয়। যা সকলের পক্ষে সম্ভব না। আবার এই AI গুলোর ব্যবহার সবসময় নিরাপদ নয় কারণ এগুলো ক্লোজ সোর্স AI এবং এরা ইউজার দের সকল ডেটা নিজেদের AI Model গুলো ট্রেইন করার স্বার্থে সংরক্ষণ ও ব্যবহার করে।

তাই আমি আজ আপনাদের পরিচয় করিয়ে দিব একটি ওপেন সোর্স AI এর সাথে। যা আপনি সম্পূর্ণ ফ্রি তে ব্যবহার করতে পারবেন এবং নিজের পছন্দ মতো AI Model সিলেক্ট করতে পারবেন।

( Android ডিভাইসে ব্যবহার করতে অ্যাপ HuggingAssist   )

প্রথমে নিচের লিঙ্ক এ যান এবং একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন।

Hugging Face

লগইন করার পর এমন একটি ইন্টারফেস আসবে। এখন মেনু অপশনে ক্লিক করুন।

তারপর HuggingChat অপশনে ক্লিক করুন।

এই ইন্টারফেস এ আপনি Hugging Chat ব্যবহার করতে পারবেন। Model পরিবর্তন করতে Settings এ ক্লিক করুন।

Models সেকশনে আপনি পছন্দ মতো মডেল সিলেক্ট করে ব্যবহার করতে পারবেন। এখানে একাধিক জনপ্রিয় মডেল রয়েছে এবং প্রতিনিয়ত নতুন নতুন মডেল যুক্ত হবে।

Assistant অপশনে কমিউনিটি দারা ক্রিয়েট করা কাস্টমাইজড স্পেশাল চ্যাট ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে নিজের কাস্টমাইজড Assistant তৈরি করতে পারবেন।

Leave a Reply