আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।
আজকে আবারও আপনাদের জন্য ইন্টারেস্টিং কিছু ওয়েবসাইট নিয়ে এসেছি যা বিভিন্ন সময় আপনার প্রয়োজনে কাজে আসতে পারে।
১. Smailpro
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি টেম্পোরারি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। টেম্পোরারি জিমেইল এর জন্য এটি বেস্ট ওয়েবসাইট। সিমপ্লি ওয়েবসাইটটিতে প্রবেশ করে Create Temporary Gmail এ ক্লিক করলেই নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট পেয়ে যাবেন।
২. Imgen
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার পোস্ট, সোশাল মিডিয়া বা অন্যান্য প্রয়োজনে খুবই সহজে কভার ইমেজ তৈরি করতে পারবেন। সাইটে প্রবেশ করে আপনার কাঙ্ক্ষিত Font, Background image, Logo image ও Image caption দিন এবং Generate বাটন এ ক্লিক করুন। সাথে সাথেই আপনার কাঙ্ক্ষিত কভার ইমেজ পেয়ে যাবেন।
৩. Instant Username Search
আমরা প্রতিনিয়ত বিভিন্ন অ্যাকাউন্ট ওপেন করি। এছাড়াও অন্যান্য কারণে বা সখের জন্য আমরা চাই আমাদের সব অ্যাকাউন্টে একই ইউজার নেম থাকুক। সেজন্য কোণ ইউজার নেম কোণ কোণ ওয়েবসাইট এ ব্যবহার করা হয়ে গেছে আর কোণ ওয়েবসাইটে হয়নি সেটা সহজে বের করার জন্য এই সাইটটি অনেক হেল্পফুল। সাইবার সিকিউরিটি এর OSNIT এর জন্যেও এই সাইটটি কাজে দিবে।
৪. PFP Maker
এই সাইটটির মাধ্যমে শুধু আপনার একটি ছবি আপলোড করে আপনি একাদিক ইন্টারেস্টিং প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন যা আপনার কাজে আসতে পারে।
7 thoughts on "ইন্টারেস্টিং কিছু ওয়েবসাইট! (পর্ব ২)"